পিলিং (Pilling) কি?
ফেব্রিকের সাথে ফেব্রিকে ফ্রিকশন বা ঘর্ষণের ফলে ফেব্রিকের ছোট ফাইবার গুলো জোট বেঁধে ছোট ছোট গুটির সৃষ্টি করে তাই পিলিং।
পিলিং (Pilling) কাকে বলে?
মাল্টি ফেব্রিক বা গার্মেন্টস ওয়াশের পর কালার ছড়িয়ে পড়ে কিনা বা দাগ পড়ে কিনা তা জানার জন্য যে টেস্ট করা হয় তাকে পিলিং টেস্ট বলে।
পিলিং মেশিন |
পিলিং টেস্ট ফেইল হলে ঠিক করার উপায়?
আমরা যারা মার্কেটিং বা মার্চেন্ডাইজারে চাকুরি করি তাদের প্রথমেই বায়ারের টেকনিকাল রিকয়ারমেন্ট গুলো ভাল করে পড়তে হয়।বায়ার যদি পিলিং করার রিকয়ারমেন্ট দেয় তবে ফেব্রিকে অবশ্যই কম্বড ইয়ার্ন দিয়ে নিটিং করা। সাধারণত কম্বড ইয়ার্নে পিলিং কম হয় কার্ডেড, রোটর, ভরটেক্স ইয়ার্নের তুলনায়।
নিচে কিভাবে পিলিং ঠিক করা যায় আলোচনা করা হলঃ
পরিশেষে বলা যায় গার্মেন্টস ওয়াশের ফলে ফেব্রিকের কালার ছড়িয়ে পড়ে কিনা বা দাগ পড়ে কিনা তা জানার জন্য পিলিং টেস্ট খুবই গুরুত্বপূর্ণ।
- পিলিং এর জন্য বায়ারের যদি রিকয়ারমেন্ট থাকে অবশ্যই ফেব্রিকে হেবি এনজাইম করে নিতে হবে যাতে করে ফ্রেব্রিকের হেয়ারিনেস দূর হয়ে যায়।
- ফেব্রিকের মধ্যে পিলিং হলে ফেব্রিক স্যাম্পল সাবমিট করার সময় সেই ফেব্রিককে ডাবল কম্পেক্টিং করে দেওয়া হলে ভাল ফলাফল পাওয়া যায়।
- ফ্লিচ ফেব্রিককে ট্রাম্বেল মেশিনে এন্টি পিলিং ফিনিশ করা যায়।
- পিলিং এর সমস্যা দুর করতে বাইন্ডার, PVA দিয়ে স্টেনটার মেশিনে ফিনিশ করতে হবে যাতে করে ফেব্রিক সারফেস হার্ড হয়ে যায় এতে করে পিলিং কম হয়।
- ফ্লিচ ফেব্রিকের উভয় সাইড ব্রাশ করা থাকলে একে এন্টি পিলিং ফিনিশ করতে হবে।