কাপড়ে মধ্যে যদি স্পানডেক্স বা লাইক্রা অথবা ইলাস্টিক ফাইবার থাকে তবে ওই কাপড়কে হিট সেট করতে হবে। আর যদি হিট সেট করা না হয় তবে ডাইং এর পর কাপড়ের মধ্যে ক্রিজ বা ভাঁজ পরে। যার ফলে কাপড় এর উইথ কমে যায়।
হিট সেট মেশিন |
নিট কাপড়ে কখন হিটসেট করা হয়?
সাধারণত নীট কাপড়ে গ্রে অবস্থায় হিট সেট করা হয়।
সাধারণত নীট কাপড়ে গ্রে অবস্থায় হিট সেট করা হয়।
ওভেন কাপড়ে কখন হিটসেট করা হয়?
ওভেন কাপড়ে মার্সারাইজ করার আগে ও ব্লিচিং করার পর হিট সেট করা হয়।
ওভেন কাপড়ে হিটসেট করতে কত তাপমাত্রা রাখা হয়?
১৯০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রাখা হয়।
নীট কাপড়ে কিভাবে হিট সেট করা হয়?
নীট কাপড়ের ক্ষেত্রে Require Width এর চেয়ে ৪-৫ ইঞ্চি বেশী করে হিট সেট করা হয়।
ওভেন কাপড়ে কিভাবে হিট সেট করা হয়?
ওভেন কাপড়ের ক্ষেত্রে ২ ইঞ্চি বেশি করে হিট সেট করা হয়।