কাউন্ট মনে রাখার সহজ উপায়?

সুতার কাউন্ট নিয়ে অনেকই কনফিউশন থাকেন বা ভুলে যান। নিচে সুতার কাউন্ট মনে রাখা সহজ উপায়গুলো হলঃ
ডাইরেক্ট সিস্টেম = In DIRECT system LENGTH is fixed.
D/L = Direct/Length.
So weight is fixed in Indirect system.

কাউন্ট টার্ম
কাউন্ট টার্ম

কাউন্ট কিঃ
একটি সুতা কতটুকু মোটা বা চিকন সেটা নির্ণয় করা হল কাউন্ট।

কিন্তু টেক্সটাইল ইস্টিটিউট এর ভাষায় সুতার একক দৈর্ঘ্যের ভর এবং একক ওজনের দৈর্ঘ্যকে সংখ্যায় প্রকাশ করাকে কাউন্ট বলে।

কাউন্ট কত প্রকার?

কাউন্ট ২ প্রকার প্রকারঃ
  • ডিরেক্ট সিস্টেম
  • ইনডিরেক্ট সিস্টেম

ডিরেক্ট সিস্টেম কি?

সুতার একক দৈর্ঘ্যের ওজনকে ডাইরেক্ট পদ্ধতি বলে। No of weight per unit length is called Dirrect system অর্থাৎ প্রতি ইউনিট দৈর্ঘ্যে কি পরিমান ওজন আছে। আর ডিরেক্ট সিস্টেমে সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত বেশি মোটা হবে।

ইনডিরেক্ট  সিস্টেম কি?

সুতার একক ওজনের দৈর্ঘ্যকে এর ইনডিরেক্ট পদ্ধতি বলা হয়। এক্ষেত্রে সুতার ভর নির্দিষ্ট থাকবে কিন্তু এর দৈর্ঘ্য পরিবর্তনশীল হবে। এতে সুতার নম্বর যত বেশি হবে তত চিকন হবে।  


ডিরেক্ট সিস্টেমঃ

টেক্সঃ ১০০০ মিঃ সূতার ওজন যত গ্রাম তত টেক্স ।
ডেনিয়ারঃ ৯০০০ মিঃ যত গ্রাম তত ডেনিয়ার
ডিরেক্ট সিস্টেম length fixed  থাকবে কিন্তু weight variable...

ইন ডিরেক্ট সিস্টেমঃ

ইংলিশঃ ১ পাউন্ড  সূতায় ৮৪০ গজের যতগুলা হ্যাংক বিদ্যমান।
মেট্রিকঃ ১ কেজি সূতার মধ্যে ১০০০ মিঃ এর যতগুলা স্কেইন পাওয়া যাবে ততই হবে সূতার মেট্রিক কাউন্ট।
ইন ডিরেক্ট সিস্টেমঃ weight fixed length variable...

 কটন সুতার জন্যঃ

১৬ আউল = ১ পাউন্ড
৪৫৩.৬ গ্রাম  = ১ পাঃ
৮৪০ গজ = ১ হ্যাংক
৩৬ ইঞ্চি = ১ গজ
১ মিটার = ১.০৯ গ্রাম
১ মিটার = ১০০০ মি.মি.
 ১ কেজী = ২.২০৪ পাঃ
১ গজ = ২.৫৪ সে.মি.
১ গজ = ২৫.৪ মিটার
১ মিটার = ১০০ সে.মি.
১ লী = ১২০ গজ
ডেনিয়ার=৯* টেক্স
৭০০০ গ্রেইন = ১ পাঃ
কটন কাউন্ট * টেক্স = ৫০৯.৫
কটন কাউন্ট* ডেনিয়ার=৫৩১৫
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন