ড্র ফ্রেমের গতি কি | ড্র ফ্রেমের গতি কত
ড্র ফ্রেমের গতি কি?
সাধারণত ড্রইং ফ্রেমের গতি বলতে ডেলিভারি রোলারের গতিকে বুঝানো হয়। আর ডেলিভারি রোলারের গতি কম ও বেশির উপর নির্ভর করে ড্র-ফ্রেমের উৎপাদন কম ও বেশি হয়।
সাধারণত ড্রইং ফ্রেমের গতি বলতে ডেলিভারি রোলারের গতিকে বুঝানো হয়। আর ডেলিভারি রোলারের গতি কম ও বেশির উপর নির্ভর করে ড্র-ফ্রেমের উৎপাদন কম ও বেশি হয়।
বর্তমানে মিলসমূহে আধুনিক ড্র-ফ্রেম বেশি ব্যবহার হয়ে আসছে। আধুনিক ড্রইং ফ্রেমের গতি কনভেনশনাল ড্র-ফ্রেমের গতি চেয়ে প্রায় দ্বিগুণ। ফলে উৎপাদনও প্রায় দ্বিগুণ হয়।
ড্র ফ্রেম |
ড্র ফ্রেমের গতি কত?
সাধারণত আধুনিক ড্র-ফ্রেমের গতি ২০০০-২৫০০ আর.পি.এম হয়ে থাকে।