যোগাযোগ মডেল কি?
যোগাযোগ মডেল হল যোগাযোগ প্রক্রিয়ার রৈখিক বা চিত্রগত উপস্থাপন। এতে যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলো নকশা করে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়।
যোগাযোগ মডেল হল যোগাযোগ প্রক্রিয়ার রৈখিক বা চিত্রগত উপস্থাপন। এতে যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলো নকশা করে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়।
যোগাযোগ মডেল |
যোগাযোগ মডেল কাকে বলে?
যোগাযোগ প্রক্রিয়ায় নকশা বা রৈখিক উপস্থাপনকে যোগাযোগ মডেল বলে। যোগাযোগ প্রক্রিয়ায় যোগাযোগকারী বা সংবাদ প্রেরক, সংবাদ বা তথ্য, প্রেরণ মাধ্যম বা চ্যালেন যোগাযোগ গ্রহীতা বা সংবাদ প্রাপক ইত্যাদি অনেকগুলো উপাদান জড়িত থাকে। আর এ উপাদানগুলো যখন নকশাকারে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়, তখন তাকে যোগাযোগ মডেল বলা হয়।
যোগাযোগ মডেলের মৌলিক কাজ কয়টি ও কি কি?
যোগাযোগ মডেলের মৌলিক কাজ ৩টি যথাঃ- যোগাযোগ প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা দান
- গবেষণা কার্যে সহায়তা
- পূর্বাভাস প্রদান
যোগাযোগ প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা দানঃ
যোগাযোগ মডেলে সংবাদ বা তথ্য প্রেরণ ও গ্রহণের সাথে সম্পর্কিত উপাদানগুলো প্রদর্শিত হয় যা থেকে যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই বলা যায় যোগাযোগ মডেল হল যোগাযোগ প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা।গবেষণা কার্যে সহায়তাঃ
যোগাযোগ মডেল আর একটি মৌলিক কাজ হল যোগাযোগ বিষয়ক গবেষণায় সহায়তা করা। যোগাযোগ মডেল যোগাযোগ প্রক্রিয়ায় ব্যবহৃত যে উপাদানগুলো প্রদর্শিত হয়, গবেষকগণ তা নমুনা হিসেবে গ্রহণ করে সহজে যোগাযোগের উপর গবেষণা কাজ পরিচালনা করতে পারে।পূর্বাভাস প্রদানঃ
যোগাযোগ মডেল যোগাযোগ প্রক্রিয়ার সফলতা বা ব্যর্থতার সম্পর্কে পূর্বাভাস দান করে। এ মডেলের মাধ্যমে বিশেষ কোন যোগাযোগের সফলতা বা ব্যর্থতার জন্য দায়ী কারণগুলো চিহ্নিত করা যায় এবং সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা সম্ভব হয়।পরিশেষে বলা যায় উপরোক্ত তিনটি মৌলিক কাজ যোগাযোগ মডেলের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। মি.জে মিলার (J. Miller) নামে একজন বিশেষজ্ঞ যোগাযোগ মডেলের এ তিনটি মৌলিক কাজের উল্লেখ করেছেন।