ব্লাইন্ড স্টিচ মেশিন কি | ব্লাইন্ড স্টিচ মেশিনের বৈশিষ্ট্য

ব্লাইন্ড স্টিচ মেশিন কি?
যে মেশিনে কাপড় সেলাই করলে কাপড়ের বা পোশাকের সম্মুখদিক হতে সেলাই দেখা যায় না তাই একে ব্লাইন্ড স্টিচ মেশিন বলে।

ব্লাইন্ড স্টিচ মেশিন
ব্লাইন্ড স্টিচ মেশিন

ব্লাইন্ড স্টিচ মেশিনের বৈশিষ্ট্য?

  • এ মেশিনে কাপড় বা পোশাকের সম্মুখদিক হতে সেলাই দেখা যায় না।
  • এ শ্রেণীর মেশিনে সাধারণত বক্র নিডেল ব্যবহার করা হয়, যাতে কাপড়ের মধ্যে আংশিকভাবে ভেদ করতে পারে।
  • এ মেশিনে গতি ২৫০০ এসপিএম হয়ে থাকে। 
  • এ মেশিনে স্টিচের দৈর্ঘ্য ৩ থেকে ৮ মিমি পর্যন্ত করা যায়।
  • স্টিচ তৈরি করতে সাধারণত একটি সুতা ব্যবহার করা হয়। তবে দুটি সুতার সমন্বয়ে ব্লাইন্ড স্টিচ করা হয়ে থাকে। 
  • মূলত হেমিং ও ফেসিং অ্যাটাচ করার জন্য বেশি পরিমাণে এ মেশিন ব্যবহার করা হয়। 
Next Post Previous Post