বাইন্ডার কি | বাইন্ডার এর কাজ কি

বাইন্ডার কি?
বাইন্ডার হল পিগমেন্ট ডাইং এর প্রধান কেমিক্যাল। বাইন্ডার এর আচরণ ক্রস লিংকার এর মতো। যার পিগমেন্ট এবং ফেব্রিক দুইটার প্রতি এফিনিটি সমান।

বাইন্ডার কেমিক্যাল
বাইন্ডার কেমিক্যাল

বাইন্ডার চেনার উপায়?

বাইন্ডার দেখতে দুধ এর মতো আর ঘন আঠালো হয়ে থাকে।
 

বাইন্ডারের স্মেল?

বাইন্ডারের স্মেল অনেকটাই পাকা কাঁঠাল এর মতো। 

বাইন্ডারের ব্যবহার?

বাইন্ডার পিগমেন্ট  প্রিন্টিং আর ওভেন ডাইং এ পিগমেন্ট ডাইং এবং ফ্লোরসেন্ট ডাইং এর জন্য ব্যবহার করা হয়।

বাইন্ডার এর কাজ কি?

বাইন্ডারের কাজ হল কোন উপাদান বা উপকরণকে একত্রে ধরে রাখা।

বাইন্ডারের কোয়ালিটি টেস্ট?

বাইন্ডারের ঘনত্ব দেখা হয় কেমিক্যালের ল্যাবে। আগের লটের বাইন্ডার আর নতুন বাইন্ডার দিয়ে আলাদাভাবে দুইটা টুকরো কাপড়কে পিগমেন্ট ডাইং করা হয়। এবং তাদের মধ্যে অভার অল কোয়ালিটি তুলনা করা হয় যেমনঃ তার রাবিং, কালার ফাস্টনেস, কালার চেঞ্জ হয় কি না ইত্যাদি।
Next Post Previous Post