বেল্ট কি | বেল্টের ব্যবহার | বেল্ট তৈরির প্রক্রিয়া

বেল্ট কি?
বেল হল এক ধরনের টিমিংস, যা পোশাককে কোমরের সাথে আটকে রাখতে সাহায্য করে। তবে বেল্ট কোমর ছাড়াও শরীরের অন্যান্য অংশের সাথেও থাকতে পারে। বেল কখনোও পোশাকের সাথে সংযুক্ত অবস্থায় আবার কখনও পৃথক অবস্থায় থাকতে পারে। 

বেল্ট
বেল্ট

বেল্টের ব্যবহার?

বেল্ট সাধারণত বিভিন্ন ধরনের পোশাক যেমনঃ প্যান্ট, স্কার্ট এবং জ্যাকেটে ব্যবহার করা হয়। 

বেল্ট তৈরির প্রক্রিয়া?

গার্মেন্টস বেল্ট সাধারণত দামি ম্যাটেরিয়াল যেমনঃ লেদার বা চামড়া ফিনাইল বা রিবন দ্বারা তৈরি করা হয়। তাছাড়া পোশাকের ফ্যাশনের প্রয়োজন অনুযায়ী এটি প্লাস্টিক, ব্লেইড, রোপ, চেইন অথবা রাবার হতে তৈরি করা হয়। 
Next Post Previous Post