বেসিক ডাই এর বৈশিষ্টগুলো নিম্নরূপঃ
- বেসিক ডাই পানিতে অদ্রবণীয়, কিন্তু Acohol, Methylated, Spirit ও এসিটিক এসিডে দ্রবণীয় হয়। কাজেই এই ডাই গুলোকে তৈরি করার জন্য তাপমাত্রা সাধারণত 50° থেকে 60° C রাখার প্রয়োজন হয়।
- এ ধরণের ডাই এর tinctorial শক্তি অনেক বেশি।
- এই ডাই যখন Coloured form এ থাকে তখন যদি কোন শক্তিশালী alkali এর সহিত বিক্রিয়া করে এবং তখন Free dye base উৎপন্ন করে, যা কালারলেস হয়।
- কটন বা সেলুলোজিক ফাইবারের প্রতি এই ডাই এর direct affinity নাই। এজন্য এ ডাই দ্বারা সেলুলোজ সরাসরি রং করা যায় না। তবে মরডান্টিং এজেন্ট দ্বারা কটন রং করা যায়।
- কৃত্রিম ফাইবার বিশেষ করে অ্যাক্রিলিক ফাইবারের ক্ষেত্রে এই ডাই স্থায়িত্ব ভাল হয়।
- জুট ফাইবারের প্রতি বেসিক ডাই এর সরাসরি আর্কষণ আছে এবং সহজে রং করা যায়।
- এ ডাই এর ওয়াশিং ফাস্টনেস অত্যন্ত কম।
- বেসিক ডাই এর প্রধান বৈশিষ্ট্য হল খুব উজ্জ্বল প্রকৃতির ডাই এবং কিছু কিছু কিছু শেড এত বেশি পরিষ্কার যে অন্য ডাই এর সাথে এই ডাই এর কোন তুলনা হয় যায় না।
- বেসিক ডাই এ কিছু কিছু dye, boiling water এ বিশিষ্ট হয়ে থাকে।
- বেসিক ডাই জুট, সিল্ক এবং এ্যাক্রিলিক ফাইবার দ্বারা ডাই করা হয়।