পাইকারি ব্যবসায় কি | পাইকারি ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা
পাইকারি ব্যবসায় কি?
উৎপাদনকারী যখন আমদানিকারকের নিকট হতে প্রচুর পরিমাণে পণ্যদ্রব্যাদি ক্রয় করে খুচরা ব্যাবসায়ীগণের নিকট বিক্রয় করে তখন তাকে পাইকারি ব্যবসায় বলে।
পাইকারি ব্যবসায় |
পাইকারি ব্যবসায়ের সুবিধা?
- এ ব্যবসায়ের মাধ্যমে অধিক পরিমাণে পণ্য ক্রয় করা যায়।
- এ ব্যবসায় পণ্যের প্রচার ও বিজ্ঞাপন কাজ সহজ হয়।
- পাইকারি ব্যবসায়ীরা উৎপাদকের বিক্রয় প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করে।
- এ ব্যবসায় উৎপাদকের পরিবহন ব্যয় হ্রাস পায়।
- এ ব্যবসায়ের মাধ্যমে গুদামজাতকরণের সুবিধা পাওয়া যায়।
পাইকারি ব্যবসায়ের অসুবিধা?
- যেকোন স্থানে পাইকারি ব্যবসায় স্থাপন করা যায় না।
- এছাড়াও পাইকারি ব্যবসায়ে সবসময় ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা যায় না।
- পাইকারি ব্যবসায়ে বিচিত্র পণ্যের সমাবেশ ঘটানো যায় না।
- পাইকারি ব্যবসায় পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন হয়।
- মধ্যস্বত্বভোগী হিসেবে অনেক সময় পাইকাররা পণ্যের উচ্চমূল্য ধার্য করে।