জিএসএম থেকে সুতার কাউন্ট বের করার সূত্র?

একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা ফেব্রিক ইঞ্জিনিয়ারের মূল কাজ হল কত GSM এর জন্য কত Count (Ne) কাউন্টের সুতা লাগবে তা বের করা। এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া একটি অভিজ্ঞার ফসল, তার পরও কিছু টিপস আছে যা অনুসরণ করলে আরো সহজে জিএসএম থেকে কাউন্ট বের করা সম্ভব।

টেক্সটাইল ক্যালকুলেশন
টেক্সটাইল ক্যালকুলেশন

জেনে নিন কিভাবে বের করবেন কত কাউন্টের সুতা দিলে কতো GSM আসবেঃ

  • S/J = 4300 ÷ GSM
  • Pique=5200 ÷ GSM
  • Fleece=7200 ÷ GSM
  • Interlock=7200 ÷ GSM
  • 1X1 Rib=6000 ÷ GSM
  • 2X2 Rib=6250 ÷ GSM
  • Lacost=5500 ÷ GSM
  • Terry =6240 ÷ GSM

এখানে GSM এর ঘরে বায়ার যে GSM চাবে তা ওই GSM এর ঘরে বসিয়ে দিলে আপনি ওই GSM এর কাপড় তৈরি করতে কোন কাউন্ট এর সুতা লাগবে তা বের করতে পারবেন যেমনঃ

  • S/J=(0.141x GSM)+50.22
  • Pique= (0.146 x GSM )+57.16
  • Dauble Lacost= (0.167 x GSM )+64.36
  • 1X1 Rib= (0.123 x GSM )+54.57
  • Interlock= (0.206 x GSM )+80.56
  • Lycra 1X1 Rib= (0.119 x GSM )+59.12
  • Lycra 2X2 Rib = (0.108 x GSM)+56.62

কাউন্ট ও জিএসএম এর মধ্যে সম্পর্ক?

জেনে নিন কাউন্ট এর সাথে GSM এর সম্পর্ক অথবা কত কাউন্ট হলে কোন কাপড়ের জন্য কি GSM আসবে। নিটিং সেকশনে কাজ হল একজন ফেব্রিক ইঞ্জিনিয়ারের মিলে বা কারখানায় প্লান বা পরিকল্পনা দেয়া। অর্থাৎ কোন GSM এর জন্য কত কাউন্ট দিতে হবে তা বের করা। তাই নিচের সুত্রগুলো মুখস্ত রাখতে পারেন।

Single Jersey ফেব্রিকঃ
130-150- 30’s
160-170- 26’s
180-200- 24’s (210)
220-240- 20’s

S/J with Lycra 5% ফেব্রিকঃ
150-160- 34’s
170-190- 30’s
200-210- 26’s
220-240- 24’s

P.K./Lacost/1x1 Rib ফেব্রিকঃ
150-170- 34’s
180-200- 30’s
210-225- 26’s
230-250- 24’s
250-270- 20’s

2x1 Rib ফেব্রিকঃ
220-230- 30’s
240-250- 26’s
260-280- 24’s

Interlock 24 G, 22 G 
40’s- 220 200
34’s- 250 230
30’s- 260 240
26’s- 275 260

S/J with Lycra 5% ফেব্রিকঃ
150-160- 34’s
170-190- 30’s
200-210- 26’s
220-240- 24’s

একটি উদাহরণ দিয়ে বিষয়টা পরিস্কার হওয়া যাকঃ

130 GSM এর সিঙ্গেল জার্সি ফেব্রিক বানাতে কত count এর সুতা ব্যবহার করা হয়?

আমরা জানি,
Count (Ne) for Single Jersey Fabric= -0.141×GSM+50.22
= -0.141×130+50.22
= -18.33+50.22
= 31.89
= 32s
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন