ওভেন কাপড়ের বৈশিষ্ট্য?

ওভেন কাপড়
ওভেন কাপড়

ওভেন কাপড় বর্তমানে খুবেই জনপ্রিয়। ওভেন কাপড়ের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিচে ওভেন কাপড়ের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলঃ
  • টানা ও পড়েন সুতা সমকোণে মেশিনের সাহায্যে বন্ধনী দিয়ে ওভেন কাপড় তৈরি করা হয়। 
  • ওভেন কাপড়ে দুই সিরিজ সুতা ব্যবহার করা হয়।
  • ওভেন কাপড়ে এক সিরিজ টানা ও অপর সিরিজ পড়েন সুতা ব্যবহার করা হয়।
  • ওভেন কাপড়ে টানা সুতায় আগে মাড় দিতে হয়।
  • ওভেন কাপড়ে তুলনামূলক ভাঁজ বেশি দেখা যায়।
  • প্রত্যেক ওভেন কাপড়ের একটি নির্দিষ্ট ডিজাইন থাকে।
  • ওভেন কাপড় দুই সারি সুতার বন্ধনী দিয়ে তৈরি করা হয়।
  • ওভেন কাপড়ে সুতার কাউন্ট, শক্তি ও  ইঞ্চি প্রতি পাক ভিন্ন হতে পারে।
  • ওভেন কাপড়ের প্রান্তভাগ গুটিয়ে যায় না।
  • ওভেন কাপড়ের টপ সাইড ও ইন-সাইড একই বা ভিন্ন হতে পারে।
  • ওভেন কাপড়ে চেক, স্ট্রাইপ, ক্রসওভার এবং বিভিন্ন রকম ইফেক্ট তৈরি করা যায়।
  • ওভেন কাপড়ের সামনের দিক বা পিছনের দিক অথবা উভয় দিকে আনকাট পাইল থাকতে পারে।
  • ওভেন কাপড় সিঙ্গেল, ডাবল অথবা ট্রিপল প্লাই বিশিষ্ট হতে পারে।

পরিশেষে বলা যায় যে ওভেন কাপড় পরিধানে খুবই আরামদায়ক।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন