পানিকে কেন ডাইং শিল্পের জীবন বলা হয়?

ডাইং মেশিন
ডাইং মেশিন

পানির অপর নাম জীবন আমরা সবাই জানি। কিন্ত এই পানি আমাদের দৈনন্দিন  ব্যবহারের পাশাপাশি টেক্সটাইল সেক্টরে বিশেষ অবদান রেখে চলেছে।

আজকে আমি আপনাদেরকে পানিকে ডাইং শিল্পের জীবন বলার ৪টি কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব আশা করি আপনাদের ভাল লাগবে। পানিকে ডাইং শিল্পের জীবন বলার কারণগুলো হলঃ

  • ডাইং, প্রিন্টিং,ও ফিনিশিং এর জনপ্রিয় কাঁচামাল হল পানি। 
  • পানি হল এমন দ্রাবক যা এসিড, ক্ষার ও লবণকে সহজে দ্রবীভূত করে। 
  • পানি ছাড়া ডাইং প্রক্রিয়া কল্পনা করা যায় না। 
  • সর্বপরি বয়লারের মাধ্যমে ডাইং ও হিটিং এর উদ্দেশ্যে স্টিম সরবরাহ করার মাধ্যমে পানিকে ব্যবহার উপযোগী করা হয়। যার মাধ্যমে ডাইং প্রক্রিয়া আরো সহজতর হয়। 

পরিশেষে বলা যায় যে পানি ছাড়া ডাইং করা অসম্ভব।
Next Post Previous Post