ওয়াইন্ডিং (Winding) শব্দের অর্থ কি?
ওয়াইন্ডিং শব্দের অর্থ হল জড়ানো।
ওয়াইন্ডিং শব্দের অর্থ হল জড়ানো।
ওয়াইন্ডিং (Winding) কি?
ওয়াইন্ডিং হল বিভিন্ন প্যাকেজে সুতা জড়ানোর পদ্ধতি।
ওয়াইন্ডিং নিয়ে কিছু কথা?
সাধারনত স্পিনিং মেশিনে সুতা প্রস্তুত করার পর তা কাপড় তৈরি করার কাজে সরাসরি লুমে ব্যবহার করা যায় না। আর এজন্য তাঁতে সুতা ব্যবহারের জন্য কতগুলো কাজ সম্পাদন করা হয়। আর তাই কাপড় বয়নের সুবিধার্থে বাজারে প্রাপ্ত হ্যাংক আকারে সুতা হতে আপত্তিকর ত্রুটিসমূহ যেমনঃ স্লাব, নেপস, থিক অ্যান্ড থিন প্লেস মুক্ত করে গতানুগতিক তাঁতে কাপড়ের পড়েন সুতার নলি বা কপ এবং টানার সুতার জন্য স্পুল, কৌন, ববিন প্রভৃতি প্যাকেজে জড়ানো হয়।
ওয়াইন্ডিং (Winding) কাকে বলে?
টানা ও পড়েন সুতাকে বিভিন্ন প্যাকেজে যেমন স্পুল, নলি বা কপ, কৌন, ববিন ইত্যাদিতে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইন্ডিং বলে।
টানা ও পড়েন সুতাকে বিভিন্ন প্যাকেজে যেমন স্পুল, নলি বা কপ, কৌন, ববিন ইত্যাদিতে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইন্ডিং বলে।