টেইলারিং (Tailoring) কাকে বলে?
কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য তার শরীরের মাপ নিয়ে হ্যান্ড কাঁচি দ্বারা কাপড় কেটে সেলাই মেশিন দ্বারা সেলাই করে পোশাক বা জামা তৈরি করাকে টেইলারিং (Tailoring) বলে।
পুরুষ, মহিলা, বালক বা বালিকার দেহের মাপ নিয়ে একটি নিদিষ্ট ডিজাইনের এবং বিভিন্ন সাইজের হাজার হাজার পিস গার্মেন্টস তৈরি করাকে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতির পোশাক তৈরি করা বলে।
কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য তার শরীরের মাপ নিয়ে হ্যান্ড কাঁচি দ্বারা কাপড় কেটে সেলাই মেশিন দ্বারা সেলাই করে পোশাক বা জামা তৈরি করাকে টেইলারিং (Tailoring) বলে।
পুরুষ, মহিলা, বালক বা বালিকার দেহের মাপ নিয়ে একটি নিদিষ্ট ডিজাইনের এবং বিভিন্ন সাইজের হাজার হাজার পিস গার্মেন্টস তৈরি করাকে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতির পোশাক তৈরি করা বলে।
এ পদ্ধতিতে প্রথমে পোশাকের কোন নিদিষ্ট সাইজের মাপ নেয়া হয়। তারপর প্যাটার্ন তৈরি করে মার্কার কাপড়ের উপর প্যাটার্ন একে ইহাকে কাপড়ের স্তরের উপর রেখে কাটিং মেশিন দ্বারা কাপড় কেটে সেলাই মেশিন দ্বারা পর্যায়ক্রমে সেলাই করে একটি পূর্ণাঙ্গ পোশাক তৈরি করা হয়ে থাকে।