রিয়্যাকটিভ ডাই (Reactive dye) কি?
যে ডাই ফাইবার সাথে কোভ্যালেন্ট লিংক সৃষ্টির মাধ্যমে ফাইবারে একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় তাকে রিয়্যাকটিভ ডাই বলে।এ ধরনের ডাই মলিকুলে কিছু রিয়্যাকটিভ গ্রুপ থাকে, যা ফাইবারের ফাংশনাল গ্রুপ যেমনঃ সেলুলোজের OH গ্রুপ এবং প্রোটিনের NH2 গ্রুপের সাথে বিক্রিয়া করে। এছাড়াও রিয়্যাকটিভ ডাইয়ের উজ্জ্বলতা ও স্থায়ীত্ব অনেক ভাল থাকে।