নন ওভেন ফেব্রিক |
নন ওভেন ফেব্রিক কাকে বলে?
প্রাকৃতিক বা কৃত্রিম আঁশের বন্ধন অথবা ইন্টারলকিং অথবা উভরের মাধ্যমে তৈরি ছিদ্রযুক্ত টেক্সটাইল স্ট্রাকচার,যা যান্ত্রিক, রাসায়নিক, তাপীয় অথবা দ্রাবক পদার্থের সাহায্যে অথবা উভয়ের সম্মিলনের মাধ্যমে তৈরি কাপড়কে নন-ওভেন কাপড় বলে।
নন-ওভেন পণ্যের নামসমূহ?
নন-ওভেন পন্যের নামসমূহ হলঃ
- ডায়াপার
- স্যানিটারি ন্যাপকিন
- টেবিল ক্লথ
- ওয়াশ ক্লথ
- টেপস, প্যাকেজিং
- কোটেড ফেব্রিকস
- লেন্স টিসু
- ড্রাই ও ওয়েট উইপস
- ট্রেইনিং প্যান্টস
- এপ্রোন
- মিলিটারি ক্লদিং
- বুক কভার
- ম্যাপস
- টাওয়েলস
- কুশন টিকিং
- প্যাডস
- পিলো
- পুল স্ট্রাইপ
- ক্যাবল ইনসুলেশন
- রুট ব্যাগ
- টি ও কফি ব্যাগ
- স্কাওয়ারিং প্যাড
- ইন্টার-লাইনিং
- সাইড লাইনার ইত্যাদি।
নন-ওভেন কাপড়ে ব্যবহৃত আঁশসমূহ?
- কটন
- ভিসকোস রেয়ন
- উড পাল্প
- পলিয়েস্টার
- পলিপ্রোপাইলিন
- বাই-কম্পোনেন্ট
- অলিফিন
- অ্যারামিড
- মাইক্রো-ফাইবার ইত্যাদি।
নন ওভেন কাপড়ের ইতিহাস?
যুক্তরাষ্ট্রে প্রথম নন-ওভেন কাপড়ের বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্রে ১৯৪২ সালে প্রথম উৎপাদন হয় নন-ওভেন কাপড়। সেই সময়ে স্বল্প সংখ্যক কোম্পানি কটন বর্জ্য পদার্থ, ও বন্ডেড উপাদান দ্বারা নন-ওভেন কাপড় তৈরি করতো।পরবর্তীতে নন-ওভেন কাপড়ের উৎপাদন শুরু হয়। বর্তমান সময়ে নন-ওভেন কাপড়ের উৎপাদন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এবং নন-ওভেন কাপড়ের চাহিদা দিন দিন বেড়ে চলেছে।
নন-ওভেন কাপড় উৎপাদনের দেশসমূহ?
- যুক্তরাষ্ট্র
- জাপান
- চীন
- পশ্চিম ইউরোপ ইত্যাদি।