মার্চেন্ডাইজিং কি | মার্চেন্ডাইজার অর্থ কি

গার্মেন্টস বা এপারেল সেক্টরে সব থেকে চাহিদা সম্পূর্ণ চাকুরী বা জব হল মার্চেন্ডাইজিং জব। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট এ চাকুরি করতে হলে এই শর্তগুলো জানা খুব জরুরী।

মার্চেন্ট (Merchant) শব্দের অর্থ কি?
মার্চেন্ট শব্দের অর্থ হল বণিক।

মার্চেন্ট (Merchant) কাকে বলে?
যারা ব্যবসা করেন তাদেরকে Merchant বলা হয়।

মার্চেন্ডাইজারকে কেন মার্চেন্ট বলা হয়?
গার্সেন্টস এর Merchandiser কে অনেক সময় Merchant বলা হয়। কারণ Merchandiser অনেক সময় অর্ডার নেওয়া থেকে শুরু করে পেমেন্ট পাওয়া পর্যন্ত সব কাজ করে থাকেন।

Merchandiser রা Yarn, Fabrics, Trims & Accessories সব বুকিং দিয়ে থাকে ও সেই সব পণ্য বায়ারের কাছে বিক্রি করে থাকে তাই মার্চেন্ডাইজারকে Merchant বলা হয়।

মার্চেন্ডাইজিং (Merchandising) এর ইংরেজি অর্থ কি?
মার্চেন্ডাইজিং একটি ইংরেজী শব্দ যার অর্থ পণ্য ক্রয় ও বিক্রয় করা।

মার্চেন্ডাইজিং
মার্চেন্ডাইজিং

মার্চেন্ডাইজিং (Merchandising) কাকে বলে?

পোশাক বা পণ্য ক্রয় ও বিক্রয় এবং উৎপাদন বিষয়ে যে সমস্ত কাজ সম্পন্ন করা হয় তাকে মার্চেন্ডাইজিং বলে।

মার্চেন্ডাইজার (Merchandiser) কাকে বলে?
যে পণ্যদ্রব্য ক্রয় ও বিক্রয় করে বা ক্রয় ও বিক্রয় করার উপযোগী চুক্তি সম্পন্ন করে তাকে মার্চেন্ডাইজার (Merchandiser) বলে।

গার্মেন্টস মার্চেন্ডাইজার (Garments Merchandiser) কাকে বলে?
গার্মেন্টস মার্চেন্ডাইজার হল গার্মেন্টস পণ্য তৈরী করতে যে সব কাঁচামাল যেমনঃ Yarn, Fabrics লাগে তা ক্রয় করে পণ্যটি তৈরী করে বায়ারের কাছে বিক্রি করে। 

তবে গার্মেন্টস মার্চেন্ডাইজারের উদ্দেশ্য হল কম দামে পণ্য ক্রয় করে বেশি দামে বিক্রি করা।
Next Post Previous Post