তাঁত কাকে বলে | তাঁতের পরিচয়

তাঁত
তাঁত

তাঁত কাকে বলে?

যে যন্ত্রে দুই বা ততোধিক সারির সুতা লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্থাপন করে বুনন কার্য সম্পন্ন করা হয় তাকে তাঁত বলে। 

তাঁতের ইংরেজি কি?

তাঁতের ইংরেজি হল লুম (Loom) 

তাঁতের পরিচয়?

তাঁত বা লুম শব্দতি অ্যাংলো সাক্সন শব্দ গ্লোমি হতে উদ্ভুত যার অর্থ বয়ন যন্ত্র বা তাঁত।
Next Post Previous Post