ফ্লোচার্ট কাকে বলে?
পণ্য প্রক্রিয়াজাত করার সময় কোন পণ্যের পর কোন পণ্য আসবে বা কোন মেশিন বা পদ্ধতি ব্যবহার করা হবে তা ধাপে ধাপে চার্ট আকারে দেখানোকে ফ্লোচার্ট বলে।
পণ্য প্রক্রিয়াজাত করার সময় কোন পণ্যের পর কোন পণ্য আসবে বা কোন মেশিন বা পদ্ধতি ব্যবহার করা হবে তা ধাপে ধাপে চার্ট আকারে দেখানোকে ফ্লোচার্ট বলে।
ফ্লোচার্ট এর গুরুত্ব?
নিম্নোক্ত উদ্দেশ্য সাধনের জন্য ফ্লোচার্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীমঃ
- এক নজরে সম্পূর্ণ প্রসেস সম্বন্ধে একটি সাথে ধারণা পাওয়া যায়।
- কোন পদ্ধতির পর কোন পদ্ধতি প্রয়োগ করা হবে তা ফ্লোচার্টের মাধ্যমে অনুধাবন করা যায়।
- কোন মেশিনের কাঁচামাল কী হবে অথবা উৎপাদিত কী পণ্য পাওয়া যাবে তা পূর্বেই জেনে নেওয়া সম্ভব হয়।
- চলমান প্রসেস ফ্লোচার্টের মাধ্যমে কাঁচামাল পণ্যের মজুদ সম্বন্ধে ধারণা করা সম্ভব। অতিরিক্ত উৎপাদন ও গুদামজাতকরণ করে অর্থের অপচয় থেকে রক্ষা পাওয়া যায়।
- সর্বপরি ফাইনাল পন্য সম্বন্ধে পূর্বে থেকে ধারণা পাওয়া সম্ভব ও সে অনুযায়ী কাঁচামাল অর্ডার ও মজুদ রাখা সম্ভব।