ব্লিচিং কাকে বলে?

ব্লিচিং প্রসেস
ব্লিচিং প্রসেস

ব্লিচিং কি?

টেক্সটাইল ব্লিচিং হল এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার সাহায্যে টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক রং দূর করা। টেক্সটাইল দ্রব্যকে ডিসাইজিং ও স্কাওয়ারিং পদ্ধতির সাহায্যে এর স্টার্চ জাতীয় পদার্থ, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য দূর করে টেক্সটাইল দ্রব্যের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা হয়। 

এ অবস্থায় শুধু বাকি থাকে প্রাকৃতিক রং, যা ব্লিচিং পদ্ধতির মাধ্যমে দূর করে কাপড়কে উজ্জ্বল ধবধবে সাদা করা হয়। যার ফলে কাপড় হাইড্রোফিলিক প্রকৃতির হয় এবং যা পরবর্তীতে ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং ইত্যাদি পদ্ধতিকে সহজতর করে। আর একটি কার্যকরী ব্লিচিং পদ্ধতির লক্ষ্য হল কাপড়কে প্রকৃত এবং স্থায়ী ধবধবে সাদা করা এবং কাপড়ে যাতে অতিরিক্ত বা অল্প ব্লিচিং না হয়ে সমভাবে ব্লিচিং হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা। 


এছাড়া ব্লিচিং এর সময় কাপড়ে যাতে কোন ক্ষতি সাধিত না হয় তা নিশ্চিত করা। টেস্টিং পদ্ধতির সাহায্যে কাপড়ে কতটুকু ভৌত ও রাসায়নিক ক্ষতিসাধন হলো তা কপার নাম্বার (Copper Number), কিউপ্রামোনিয়াম ফ্লইডিডি (Cuprammonium Fluidity), টেনসাইল স্টেংথ (Tensile Strength) ইত্যাদির পরিমাপ করে জানা যায়।

যার উপর ভিত্তি করে একটি সন্তোষজনক নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা সম্ভব হয়। কটন কাপড়ের উপর ব্লিচিং এজেন্টের বিভিন্ন শর্তাবস্থা যেমনঃ ঘনত্ব, PH, তাপমাত্রা ও সময় ইত্যাদির প্রভাব জানা থাকলে নির্দিষ্ট ব্লিচিং এজেন্টের জন্য অনুকূল ব্লিচিং শর্তগুলো পছন্দ করা সহজ।

ব্লিচিং কাকে বলে?

যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ দূর করা হয় তাকে ব্লিচিং বলে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন