|
বেসিক ডাই |
বেসিক ডাই কি?
যে ডাই এ অ্যামিনো বা সাবস্টিটিউট অ্যামিনো গ্রুপ বিদ্যমান থাকে এবং আয়নিত হয়ে কালারড ক্যাটায়ন এবং কালারলেস অ্যানায়ন উৎপন্ন করে তাকে বেসিক ডাই বলে।
বেসিক ডাইয়ে কোন কোন অ্যামিনো গ্রুপ বিদ্যমান থাকে?
বেসিক ডাইয়ে অ্যামিনো গ্রুপ যেমনঃ NH2, -NH(CH3), -N(CH3), - N(C2H5)2, বিদ্যমান থাকে।