নিডেল কাকে বলে?
কাপড় সেলাই করার জন্য যে সুচ ব্যবহার করা হয় তাকে নিডেল বলে।
কাপড় সেলাই করার জন্য যে সুচ ব্যবহার করা হয় তাকে নিডেল বলে।
নিডেলের কাজ?
সেলাই মেশিনের নিডেলের কাজসমূহ হলঃ- কাপড়ের কোন ক্ষতি না করে কাপড়ের মধ্যে একটি ছিদ্র তৈরি করা। যার মধ্য দিয়ে সুতাযুক্ত নিডেল প্রবেশ করানো হয়।
- নিডেলের সুতাকে নিডেলসহ কাপড় ভেদ করানোর পর নিডেল সুতার একটি লুপ তৈরি করা যায়, যা পরিবর্তিতে কোসের হুক বা লুপার কর্তৃক পিক আপ হয়।
- লকস্টিচ ছাড়া অন্যান্য মেশিনের লুপ দ্বারা উৎপন্ন লুপের মধ্য দিয়ে নিডেল থ্রেডকে অতিক্রম করানো হয়।
- কাপড়ের গুণগত মান ঠিক রেখে সুন্দর ও মজবুত স্টিচ তৈরিতে সহায়তা করা।
- ফেব্রিক বা কাপড়ের মধ্যে ছিদ্র করে সুন্দর সেলাইয়ের জন্য নিডেল কাজ করে।
পরিশেষে বলা যায় কাপড় সেলাই করার ক্ষেত্রে নিডেল খুবেই গুরুত্বপূর্ণ একটি উপাদান।