টুইল ফেব্রিক (Twill Fabric) কাকে বলে?
যে ফেব্রিকের মাঝে বাকা বাকা ডায়াগোনাল দাগ থাকে তাকে টুইল ফেব্রিক বলে।
যে ফেব্রিকের মাঝে বাকা বাকা ডায়াগোনাল দাগ থাকে তাকে টুইল ফেব্রিক বলে।
টুইল ফেব্রিক |
কয় ধরনের টুইল ফেব্রিক বেশি ব্যবহৃত হয়?
চার ধরনের টুইল ফেব্রিক বেশি ব্যবহৃত হয় যেমনঃ- লাইক্রা টুইল (Lycra Twill)
- হেরিংবোন টুইল (Herringbone Twill)
- ব্রোকেন টুইল (Broken Twill)
- সাটিন টুইল (Satin Twill)
টুইল ফেব্রিক চেনার উপায়?
ফেব্রিকের টুইল লাইন চেনার সব থেকে ভাল উপায় হল ফেব্রিকের বডির উপর S ও Z লেখা। তারপর S ও Z এর মাঝখানে টান লক্ষ করে দেখুন এর মাঝখানের টানের ডিরেকশন কোন দিকে।আর এটি দেখতে কি S নাকি Z এর মধ্যখানের দিকে মিলে যায়। যদি তা S এর পেটের মতো (\) দেখায় তবে তাকে S টুইল বলা হবে। আর যদি তা Z এর পেটের মতো (/) দেখায় তবে তাকে Z টুইল বলা হয়।
টুইল ফেব্রিকে সাধারণত কোন প্রিন্ট করা হয় না, কিন্তু এই ফেব্রিক তৈরি করার জন্য মোটা এবং বিভিন্ন কালারের সুতা ব্যবহার করা হয়।
lycratwill
উত্তরমুছুন