ওয়েস্টেজ কত প্রকার?

ওয়েস্টেজ
ওয়েস্টেজ

ওয়েস্টেজ কি?
সুতা প্রস্তুত করার সময় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ময়লা, অপদ্রব্য, নেপস, ভাঙা বিচি, অপরিপক্ক আঁশ, খাটো আঁশ ইত্যাদি কাঁচা তুলায় বাই প্রোডাক্ট হিসাবে পাওয়া যায় তাই ওয়েস্টেজ বা অপচয়।

ওয়েস্টেজ কত প্রকার?
স্পিনিং মিলে ওয়েস্টেজকে দুই ভাগে ভাগ করা যায়ঃ

(১) ব্যবহার যোগ্যতার ভিত্তিতে ওয়েস্টেজ।
(২) অবস্থার ভিত্তিতে ওয়েস্টেজ।

(১) ব্যবহার যোগ্যতার ভিত্তিতে ওয়েস্টেজ কত প্রকার?
ব্যবহার যোগ্যতার ভিত্তিতে ওয়েস্টেজকে আবার তিন ভাগে ভাগ করা যায়ঃ
  • পুনঃব্যবহারযোগ্য ওয়েস্টেজ
  • বিক্রয়যোগ্য ওয়েস্টেজ
  • পরিতাজ্য ওয়েস্টেজ

পুনর্ব্যবহারযোগ্য ওয়েস্টেজ কি?
যে ওয়েস্টেজ গুলো পুনরায় ব্যবহার করা যাবে তাকেই পুনর্ব্যবহারযোগ্য ওয়েস্টেজ বলা হয়।

বিক্রয়যোগ্য ওয়েস্টেজ কি?
যে ওয়েস্টেজ গুলোর কিছু গুণাবলী বেঁচে থাকবে/মানে বিক্রয় করার যোগ্যতা থাকবে তাকে বিক্রয়যোগ্য ওয়েস্টেজ বলা হয়।

পরিত্যক্ত ওয়েস্টেজ কি?
যে ওয়েস্টেজ গুলো পুনরায় ব্যবহার করা অথবা বিক্রয় করা যাবে না সে ওয়েস্টেজ গুলোকেই পরিত্যক্ত ওয়েস্টেজ বলা হয়।

(২) অবস্থার ভিত্তিতে ওয়েস্টেজ কত প্রকার?

অবস্থার ভিত্তিতে ওয়েস্টেজকে আবার দুই ভাগে ভাগ করা যায়ঃ
  • সফট ওয়েস্টজ
  • হার্ড ওয়েস্টজ

সফট ওয়েস্টেজ কি?
যে ওয়েস্টেজ গুলো নরম অথবা সফট তাই হল সফট ওয়েস্টেজ।

যেমনঃ নয়েল, বোন্দা, নিউমাফিল, স্লাইভার, ফ্লাই ডাস্ট, রোলার ওয়েস্ট, ল্যাপ কাট, সুইপিং ইত্যাদি।

হার্ড ওয়েস্টেজ কি?
যে ওয়েস্টেজ গুলো শক্ত/হার্ড অবস্থায় থাকে তাই হল হার্ড ওয়েস্টেজ।

যেমনঃ রভিং ওয়েস্ট, থ্রেড ওয়েস্ট ইত্যাদি।

ওয়েস্টেজ নিয়ন্ত্রণের বিবেচ্য বিষয়গুলো কি কি?

ওয়েস্টেজ নিয়ন্ত্রণের বিবেচ্য বিষয়গুলো হলোঃ
  • সঠিক কাঁচামাল নির্বাচন করা।
  • মেশিনের গতি ও সেটিংস ঠিক আছে কিনা যাচাই করা।
  • তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা যথাযথভাবে নিয়ন্ত্রণ করা।
  • উৎপাদিত উপাদানের হ্যান্ডলিং এর পরিমাপ করা।
  • জনশক্তিকে সচেতন করতে হবে।
Next Post Previous Post