ড্রাফটিং কত প্রকার?

কাপড় বয়নের সময় ঝাঁপগুলো উঠানামা করে। প্রতিটি ঝাঁপে অনেকগুলো ব  থাকে এবং প্রতিটি ব এর মাঝখানে একটি করে ছিদ্র থাকে যাকে ব চক্ষু বলে। আর প্রতিটি ঝাঁপে কি ধরনের উইভ গঠন করা হবে তা ড্রাফটের উপর নির্ভর করে। 

ড্রাফটিং কি?
বীম করা সমাপ্ত হলে শানা হতে সমস্ত টানা সুতার মাথাগুলো টেনে বের করে একটি একটি করে বীমের সুতা ডিজাইন অনুযায়ী ঝাঁপের ব চক্ষুর (Heald eye) ভেতর দিয়ে ড্রইং হুকের সাহায্যে টানতে হয়। আর 'ব' চক্ষুর মধ্য দিয়ে যে সুতা টানা হয় তাই ড্রাফটিং। 

ড্রাফটিং কাকে বলে?
উইভার্স বীমের টানা সুতাগুলোকে একটি একটি করে ডিজাইন অনুযায়ী ড্রইং হুকের মাধ্যমে ব চক্ষুর মধ্য দিয়ে টানাকে ড্রাফটিং বা Drawing in draft (DID) বলে।

ড্রাফটিং কত প্রকার?
ড্রাফটিংকে ডিজাইন অনুসারে প্রধানত দুইভাগে ভাগ করা যায়ঃ

  • স্ট্রেইট বা সোজা ড্রাফটিং
  • ক্রস ড্রাফটিং
স্ট্রেইট বা সোজা ড্রাফটিং কি?
সবচেয়ে সহজ ড্রাফটিং হল স্ট্রেইট বা সোজা ড্রাফটিং। সব ধরনের ঝাঁপের ক্ষেত্রে এই ড্রাফটিং প্রযোজ্য। প্রতিটি ধারাবাহিক সুতা ধারাবাহিক ঝাঁপের মধ্য দিয়ে টানা হয়।

যেমনঃ ১ম ঝাঁপের মধ্য দিয়ে, ২য় ঝাঁপের মধ্য দিয়ে, এভাবে রিপিট শেষের সুতাটি শেষের ঝাঁপের মধ্য দিয়ে টানতে হয়। আর স্ট্রেইট ড্রাফটিং পদ্ধতিতে ড্রাফটের মধ্যে ডিজাইনের রিপিটে যতটি টানা সুতা থাকে ঠিক ততটি ঝাঁপের প্রয়োজন হয়।

ক্রস ড্রাফটিং কি?
যে ড্রাফটিং জটিল ঝাঁপের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে ক্রস ড্রাফটিং বলে।

ক্রস ড্রাফটিং কত প্রকার? 
ক্রস ড্রাফটিংকে সাত ভাগে ভাগ করা যায়ঃ
  •  স্কীপ ড্রাফটিং 
  • পয়েন্টড ড্রাফটিং
  • ব্রোকেন ড্রাফটিং
  • ডিভাইডেড ড্রাফটিং
  • গ্রুপ ড্রাফটিং
  • কার্ভড ড্রাফটিং
  • কম্বাইন্ড ড্রাফটিং

(১) স্কীপ ড্রাফটিং কি?
যে কাপড়ে টানা সুতার সংখ্যা বেশি থাকে সেই কাপড়ে স্কীপ ড্রাফটিং পদ্ধতির ব্যবহার করা হয়। আর এই ড্রাফটিং এর ওয়ার্প সংখ্যা রিপিটের চেয়ে দুই বা ততোধিক গুনিতক সংখ্যক ঝাঁপের হয়। 

এ ড্রাফটিং পদ্ধতি ব্যবহারের ফলে প্রতিটি ঝাপের 'ব' চক্ষু সংখ্যা কমে যায় এবং টানা ও টানা সাথে 'ব' চক্ষুর ঘর্ষণ কমে যায়। মুলত স্কীপ ড্রাফটিং এর ক্ষেত্রে রিপিটে যতটি টানা থাকবে তার দুই বা ততোধিক গুণিতক সংখ্যক ঝাঁপের প্রয়োজন হয়।

অপর পক্ষে যদি দুটি ঝাঁপের পরিবর্তে ছয়টি ঝাঁপ ব্যবহার করা হয় তবে প্রতিটি ঝাঁপে প্রতিটি সে.মি  এ দশটি করে ব চক্ষু থাকবে। সেখানে ঘর্ষন কম হবে এবং কাপড় বোনা অনেক সহজ হবে। আর স্কীপ ড্রাফটের ক্ষেত্রে ১,২ ও ৩ নং ঝাঁপগুলো একত্রে এক গ্রুপে থাকবে এবং সেগুলো একত্রে উঠানামা করবে।

(২) পয়েন্টড ড্রাফটিং কি?
যে সমস্ত কাপড়ের প্রতিসম নকশা থাকে ঐ সমস্ত কাপড় বুনতে এই ড্রাফটিং ব্যবহার। প্রতিসম নঁকশা যেমনঃ জিগজ্যাগ টুইল,ডায়মন্ড ডিজাইনের ক্ষেত্রে এ ড্রাফটিং ব্যবহার করা হয়।

ব্রোকেন ড্রাফটিং

(৩) ব্রোকেন ড্রাফটিং কি?
পয়েন্টেড ড্রাফটের পরিবর্তিত ড্রাফট হিসাবে এই ড্রাফট ব্যবহার করা হয়।এই ড্রাফটের মাধ্যমে ডিজাইনের মধ্যে যথেষ্ট পরিবর্তন করা সম্ভব। 

(৪) ডিভাইডেড ড্রাফটিং কি?

সাধারণত দুই বা ততোধিক গ্রুপে বিভক্ত হয় এই ড্রাফটিং। প্রতিটি গ্রুপের জন্য সুবিধা মতো ড্রাফটকে বেচে নেওয়া হয়। ডাবল ওয়ার্প উইভস, টু-প্লাই উইভস, পাইল উইভস ইত্যাদি কাপড়ের ক্ষেত্রে এই ড্রাফট ব্যবহার করা হয়।

চেক ও স্ট্রাইপ কাপড়ের ক্ষেত্রে এই ড্রাফট ব্যবহার করা হয়। এছাড়াও স্ট্রাইপগুলোতে ভিন্ন ধরনের উইভ বা তাঁতের মিশ্রণ পরিলক্ষিত হয় যেখানে গ্রুপ ড্রাফটিং ব্যবহার করা হয়।

(৬)  কার্ভড ড্রাফটিং কি?

বড় ধরনের রিপিট বিশিষ্ট উইভের ক্ষেত্রে ঝাঁপের সংখ্যা কমানোর জন্য এই ড্রাফট ব্যবহার করা হয়। এছাড়াও বড় রিপিট বিশিষ্ট অলংকৃত উইভ যেমনঃ ফুল, ফল, পশু, পাখি, লতা, পাতা ইত্যাদির ক্ষেত্রে ঝাঁপের সংখ্যা কমানোর জন্য এ ড্রাফটিং ব্যবহার করা হয়। 

(৭) কম্বাইন্ড ড্রাফটি কি?
সাধারণত একটি নির্দিষ্ট কাপড় তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতির ড্রাফট মিশ্রণ করার জন্য এই ড্রাফট ব্যবহার করা হয়।

পরিশেষে বলা যায় ড্রাফটিং যত ভাল হবে সুতার মান তত বেশি ভাল হবে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন