ফ্যাশনের ইতিহাস?

মানব জীবনে ফ্যাশনের গুরুত্ব বলে শেষ করা যাবে না। ঋতুর পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন ঘটে। ফলে সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিভিন্ন ফ্যাশনে পোশাক পরিধান করতে হয়। কিন্তু প্রশ্ন হল আমরা কি জানি যে এই ফ্যাশন এর প্রচলন কবে থেকে কীভাবে শুরু হয়েছিল চলুন জেনে নেওয়া যাক।

ফ্যাশন
ফ্যাশন

ফ্যাশনের ইতিহাস?

Alexander McQeen for Givenchy ১৯৬৯ খ্রিস্টাব্দে লন্ডনে জন্মগ্রহণ করেন এবং দর্জির কাজ দিয়ে তার জীবন আরম্ভ করেন। 

১৯৯২ সালে তিনি তার ফ্যাশনের উপর ডিগ্রি বা সনদ গ্রহন করেন সেইন্ট মার্টিনের কলা স্কুলে (St. Martin,s School of Arts) 

১৯৯৬ সালে তাকে ব্রিটিশ ডিজাইনার হিসেবে বিশেষ  পুরস্কার দেওয়া হয় (The Year Award) এবং তারপর ফ্রান্সের প্যারিসের একটি ডিজাইন কোচার হিসেবে নির্বাচন করা হয়।

১৮২৬ সালে স্যামুয়েল লর্ড এবং জর্জ ওয়াশিংটন টেইলর যৌথ মালিকানায় আমেরিকার শহরে সর্বপ্রথম লর্ড এবং টেইলর স্টোর প্রতিষ্ঠিত করেন।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন