শপ কি?
যে স্থানে স্কেচ (Sketch) সমূহের চিন্তা, অঙ্কন এবং সংগ্রহ করা হয় এবং সর্বপরি স্কেচের বিকাশ ঘটানো হয় সেই জায়গা বা স্থানকে শপ (Shop) বলে।
যে স্থানে স্কেচ (Sketch) সমূহের চিন্তা, অঙ্কন এবং সংগ্রহ করা হয় এবং সর্বপরি স্কেচের বিকাশ ঘটানো হয় সেই জায়গা বা স্থানকে শপ (Shop) বলে।
রিপোর্ট |
রিপোর্ট কি?
রিপোর্ট এর বাংলা অর্থ হল প্রতিবেদন। কোন বিষয় বা ঘটনা সম্পর্কে যথাযথ অনুসন্ধান, বিশ্লেষণ ও পর্যালোচনার পর সঠিক তথ্য সম্বন্ধে যে আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয় তাকে রিপোর্ট বলে।
অথবা রিপোর্টস সম্পর্কে অন্যভাবে বলা যায় কাজের নাম, কাজের ধরন, সময়, কার্যাবলি, প্রয়োজনীয় চিত্র, বর্ণনা, প্রয়োজনবোধে সতর্কতাসহ যাবতীয় তথ্যাবলি লিপিবদ্ধ করাকে রিপোর্ট বা প্রতিবেদন বলে।