সুতার ধর্ম?

সুতা


সুতা কি?

সিমপ্লেক্স ফ্রেমে উৎপাদিত রোভিংকে ড্রাফট ও টুইস্ট প্রদান করে যে ন্যূনতম শক্তিসম্পন্ন গোলাকার পণ্য পাওয়া যায় তাকে সুতা বলে। 

সুতার ধর্ম?

সুতা উৎপাদনের জন্য নিম্নলিখিত গুণাগুণ এর প্রতি লক্ষ্য রাখতে হবেঃ 
  • লিনিয়ার ডেনসিটি বা কাউন্ট (Linear density or count)
  • সুতার মধ্যে মোটা ও চিকন জায়গা (Thick and thin place of yarn) সুতার শক্তি (Strength of yarn)
  • সুতার পাক (Twist of yarn)
  • সুতার হেয়ারিনেস (Hariness of yarn)
  • পরিষ্কার সুতা (Cleanliness of yarn)
  • সুষম সুতা (Uniform)

লিনিয়ার ডেনসিটি বা কাউন্ট (Linear density or count) কি?

সুতার সূক্ষতা বা স্থুলতাকে লিনিয়ার ডেনসিটি বলা হয়। কোন বস্তু সুক্ষতা সাধারণত তার ব্যাস বা প্রস্থচ্ছেদ এর সাথে সম্পৃক্ত।

সুতার কাউন্ট একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে প্রকাশ করে। যা সুতার মোটা ও চিকন অর্থাৎ সুক্ষতা বা স্থূলতাকে নির্দেশ করে।

সুতার মধ্যে মোটা ও চিকন জায়গা (Thick and thin place of yarn) কি?

সুতার মধ্যে অতিরিক্ত মোটা, অতিরিক্ত চিকন ইত্যাদি থাকলে উক্ত সুতা দ্বারা তৈরি কাপড় আদর্শ মানের হবে না। তাছাড়া রিং স্পিনিং থেকে প্রস্তুতকৃত সুতা ওয়াইন্ডিং বিভাগে সুতা ছিড়ে যাওয়ার হার বাড়িয়ে দেয়। 

নিটিং বিভাগে সুতার অতিরিক্ত থিক অ্যান্ড থিন প্লেস নিটিং কাপড় বোনার হার কমিয়ে দেয়। ফলে কাপড়ের পৃষ্ঠ দেখতে খারাপ দেখায় ও অসমৃণ হয়। উৎপাদিত কাপড় ডাইং, প্রিন্টিং, ও ফিনিশিং এ ত্রুটিযুক্ত হয়।

সুতার স্বাভাবিক ব্যাসের তুলনায় ৫০% কম ব্যাসের সুতার স্থানকে চিকন জায়গা অর্থাৎ থিন প্লেস এবং ৫০% অতিরিক্ত ব্যাসের স্থানকে মোটা জায়গা বা থিক প্লেস বলে।

সুতার শক্তি (Strength of yarn) কি?

সুতা কি পরিমাণ শক্ত বা মজবুত তা জানার জন্য সুতার শক্তি পরীক্ষা করা প্রয়োজন। সুতা কি পরিমাণ টান প্রতিরোধ করে বা করতে পারে তাই সুতার শক্তি। 

কাপড় তৈরীর জন্য সুতার শক্তি থাকা অত্যন্ত প্রয়োজনীয়। সাধারণত একটি একক সুতা অথবা ১.৫ গজ পরিধির ৮০টি সুতা লুপ আকারে সম্মিলিতভাবে ছেঁড়ার জন্য যে টান প্রয়োগ করা হয় তাই সুতার শক্তি।  

সুতার শক্তি মাপার জন্য সাধারণত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়ঃ
  • একক সুতার শক্তি (Single yarn strength)
  • লী শক্তি (Lea Strength)

সুতার পাক (Twist of yarn) কি?

ডেলিভারি রোলার থেকে ডেলিভারি হওয়া সুতার আঁশসমূহ সমন্তরাল অবস্থায় পাশাপাশি অবস্থান করে। এই পাশাপাশি অবস্থানরত আঁশসমূহ একটার সাথে অন্যটা ধরে রাখার জন্য আঁশসমূহকে সুতার আঁশের সাথে সামান্য মোচড় দেওয়া হয়। সুতা উৎপাদনের লক্ষ্যে আঁশসমূহকে মোচড় দেওয়াকে সুতার পাক বলা হয়। 

সুতার পাকের সংঞ্জা এভাবে দেওয়া যায় যে সুতার অক্ষের চারপাশে আঁশসমূহ ঘুরে ঘুরে অবস্থান নেয় তাই পাক। সুতা তৈরির পূর্বে আঁশসমূহ সমান্তরালে থাকে কিন্তু পাক প্রদানের পর তা থাকে না।

সুতার পাক সাধারণত ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে প্রদান করা হয়। এজন্য পাকের দিক বা আবর্তনের উপর নির্ভর করে পাককে দুই ভাগে ভাগ করা হয়ঃ
  • জেড টুইস্ট বা পাক (Z-twist)
  • এস টুইস্ট বা পাক (S-twist)

সুতার হেয়ারিনেস (Hariness of yarn) কি?

পাক দেওয়া সুতার পৃষ্ঠদেশ থেকে বের হওয়া ছোট বড় আঁশসমূহই সুতার হেয়ার, যা একসঙ্গে হেয়ারিনেস হিসেবে পরিচিত। 

রিং ফ্রেমে সুতা তৈরির পর সুতার মুল শরীর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝে মাঝে কিছুটা বড় আঁশের প্রান্ত বের হয়ে থাকে। এই আঁশের প্রান্ত, যা সুতার পৃষ্ঠ থেকে বের হয়ে থাকে তাই হেয়ারিনেস। 

সাধারণত স্পান সুতার ক্ষেত্রে সুতার হেয়ারিনেস এড়ানো সম্ভব হয় না। সুতার হেয়ারিনেস কোন কোন ক্ষেত্রে কাঙ্ক্ষিত হতে পারে, তবে বেশি ভাগ ক্ষেত্রেই ইহা অনাকাঙ্ক্ষিত।

তাছাড়া সাধারণত সুতার পাক বৃদ্ধি পেলে হেয়ারিনেস কম দেখা যায় এবং উচ্চ কাউন্টের সুতার নিম্ন কাউন্টের সুতার চেয়ে হেয়ারিনেস কম হয়ে থাকে। 

পরিষ্কার সুতা (Cleanliness of yarn) কি?

রিং ফ্রেম থেকে উৎপাদিত সুতা পরবর্তী প্রক্রিয়ায় কাপড়ে রুপান্তরিত হয়, যা পর্যায়ক্রমে ব্যবহারকারীর কাছে পৌঁছে। 

কাজেই উৎপাদিত সুতা অব্যশই পরিষ্কার হতে হবে, নতুবা অপরিষ্কার সুতা দ্বারা প্রস্তুতকৃত কাপড়ও অপরিষ্কার হবে, যা ব্যবহারকারীর জন্য গ্রহনযোগ্য হবে না। রিং ফ্রেমে সুতা উৎপাদনকালীন সময়ে সুতা যাতে অপরিষ্কার না হয় তার প্রতি দৃষ্টি দিতে হবে।

সুষম সুতা (Uniform) কি?

সুষম সুতা বলতে প্রতিটি একক দৈর্ঘ্যের আলাদা আলাদাভাবে দৈর্ঘ্য, ব্যাস ও ওজনের দিকে সুষম। সুতা যত সুষম হবে সুতার শক্তির তত বেশি হবে। 

সুষম সুতা মসৃণ, কম মোটা-চিকন ও কম নেপসম্পন্ন হয়ে থাকে। সুষম সুতা উৎপাদনের কারণে রিং ফ্রেমে সুতা ছেঁড়ার হার কমে যায়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন