গার্মেন্টস নন কোটা আইটেম কাকে বলে | কোটা কি

কোটা (Quota) কি?
কোটা হল পোশাক রপ্তানিরকরণের একটি সাংকেতিক চিহ্ন বা নাম্বার। বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকমের নাম্বার ব্যবহার করা হয়। এ সাংকেতিক চিহ্ন বা নাম্বারের ভিক্তিতে পোশাক তৈরি ও রপ্তানি করা হয়।
কোটা
কোটা

কোটা (Quota) কাকে বলে?
পোশাক আমদানিকারক দেশসমূহ পোশাক রপ্তানিকারক দেশসমূহকে কিছু কিছু নির্দিষ্ট ক্যাটাগরির পোশাক রপ্তানির পরিমাণ নির্ধারণ করে দেয় যাকে কোটা বলে। 

নন কোটা (Non-Quota) কাকে বলে?
যে সকল ক্যাটাগরি বা আইটেম রপ্তানি করার ব্যাপারে কোন সীমাবদ্ধতা বা শর্ত আরোপ করা হয় না তাকে নন কোটা বলে। উদাহরণ স্বরূপ বলা যায়, ৩৪১ দ্বারা আমেরিকার কোটা বুঝায় এবং মহিলা ও বালিকদের কটন শার্টকে বুঝায় নিট কাপড় ছাড়া। 

ক্যাটাগরি নাম্বার বা ক্যাটাগরি কাকে বলে?
পোশাকশিল্পে বিশেষ করে পোশাকের আমদানি, রপ্তানি ও ব্যবসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পোশাককে একটি নির্দিষ্ট নাম্বার বা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে ক্যাটাগরি নাম্বার বা ক্যাটাগরি বলে।

বিভিন্ন ধরনের পোশাকের জন্য আলাদা আলাদা ক্যাটাগরির নাম্বার ব্যবহার করা হয়। প্রধানত আমদানিকারক দেশসমূহ যেমনঃ আমেরিকা, কানাডা, ইইসি দেশসমূহ একটি নিদিষ্ট পোশাকের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরি নাম্বার ব্যবহার করে।

সুইডেনে ক্যাটাগরি নাম্বারকে গ্রুপ বলা হয়। বিশ্ববাজারে ১১৫টি পোশাক আমদানি-রপ্তানি হয় এবং বাংলাদেশ হতে এ পর্যন্ত ২০টি ক্যাটাগরির পোশাক রপ্তানি হচ্ছে। 

কোটা আইটেম (Quota Item) কাকে বলে?
রপ্তানির ক্ষেত্রে যে আইটেমের পোশাকের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিমাণ নির্ধারণ করা থাকে তাকে কোটা আইটেম বলে। 

গার্মেন্টস নন কোটা আইটেম (Garments Non-Quota Item) কাকে বলে?
পোশাক আমদানি ও রপ্তানির ক্ষেত্রে যে সকল ক্যাটাগরির পোশাক রপ্তানির ক্ষেত্রে কোন প্রকার শর্ত আরোপ করা হয় না তাকে নন-কোটা বা গার্মেন্টস নন-কোটা আইটেম বলে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন