রিএক্টিভ সফেনারের বৈশিষ্ট্য?

রিএক্টিভ সফেনার
রিএক্টিভ সফেনার

সফেনার কি?
সফেনার হল এক প্রকার মাইক্রো লুব্রিকেশন যা ফেব্রিক এর হ্যান্ডফিল ভাল করে আর ফেব্রিক এর সুইয়িবিলিটি বা স্টিচিবিলিটি বাড়াতে সাহায্য করে।

আজকে আমি আপনাদের সাথে রিএক্টিভ সফেনার নিয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনাদের ভাল লাগবে।

রিএক্টিভ সফেনারের বৈশিষ্ট্য? 
রিএক্টিভ সফেনার সব ধরণের ফেব্রিক ফিনিশ করার জন্য ব্যবহার করা হয়। তবে এই সফেনার সাধারণত (OH) গ্রুপের সেলুলোজ নিয়ে কো-ভ্যালেন্ট বন্ড গঠন করে এবং স্থায়ী ভাবে প্রতিক্রিয়া করে। রিএক্টিভ সফেনার পানিতে দ্রবণীয়। প্রয়োগের পরে এটি নিরাময় করা প্রয়োজন।

রিএক্টিভ সফেনারের সুবিধা?
রিএক্টিভ সফেনারের সুবিধা নীচে দেওয়া হলঃ
  • রিএক্টিভ সফেনার এর মৃদু প্রভাব খুবেই টেকসই।
  • এটি ব্যবহারে ফেব্রিক এ কোন হলদে ভাব সমস্যা হয় না।
  • ফিনিশ করা কাপড়ের ক্ষেত্রে টিয়ার শক্তি  অনেক ভাল হয়।
  • রিএক্টিভ সফেনার কাপড়ের ঘর্ষণ ক্ষমতা হ্রাস করে।
  • রিএক্টিভ সফেনার ব্যবহার করার ফলে কাপড়ের হ্যান্ডফিল ভাল পাওয়া যায়।
  • রিএক্টিভ সফেনার ফেব্রিকে ব্যবহার করার ফলে কাপড় তুলনামূলক ভাল ভাবে ফিনিশি করা সম্ভব।

রিএক্টিভ সফেনারের এর অসুবিধা?
 রিএক্টিভ সফেনারের এর অসুবিধা:
  • রিএক্টিভ সফেনার অন্যান্য সফেনার গুলির তুলনায় তুলনামূলকভাবে ব্যয়বহুল।

সুতরাং উপরের বিষয়বস্তু থেকে আমরা দেখতে পাই যে, রিএক্টিভ সফেনার সব ধরণের ফেব্রিকে প্রয়োগ করার জন্য নির্ভরযোগ্য।

তবে এটি অন্যান্য সফেনার এজেন্টগুলির চেয়ে বেশি ব্যয়বহুল হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন