বিভিন্ন কাপড়ের নাম?


মানুষ তার ব্যক্তিত্ব প্রকাশ, লজ্জা নিবারণ এবং প্রতিকূল আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্যই পোশাক বা কাপড় পরিধান করে থাকে।

বিভিন্ন কাপড়ের নাম?

বিভিন্ন কাপড়ের নাম ও বৈশিষ্ট্যঃ
  • জিন্স
  • গ্যাবার্ডিন
  • ডেনিম
  • ড্রিল
  • পপলিন
  • শীটিং
  • শার্টিং
  • স্যুটিং
  • ভয়েল
  • ক্যামব্রিক

জিন্স কাপড়
জিন্স কাপড়

জিন্সঃ
জিন্স মোটা এবং শক্ত প্রকৃতির কাপড়। এই কাপড় মূলত ওয়ার্প ফেসড টুইল কাপড়, কার্ডেড কটন সুতা দ্বারা তৈরি করা হয়। 

এটি ড্রিল কাপড় অপেক্ষা হালকা এবং টুইল লাইনগুলো নিচের দিকের ডান প্রান্ত হতে উপরের দিকে বাম প্রান্ত পর্যন্ত বিস্তৃত। কিছু কিছু ক্ষেত্রে S এবং Z পাকের সুতা ব্যবহার করে শ্যাডো স্ট্রাইপড তৈরি করা হয়। 

এই কাপড় সাধারণত সলিড কালার ও প্রিন্টেড হয়ে থাকে এবং কখনো মার্সেরাইজড হয়ে থাকে।

স্পোর্টসওয়্যার, ওয়ার্ক ওয়্যার, ডাক্তার ও নার্সদের পোশাক, বাচ্চাদের প্লেস্যুট, বড়দের প্যান্ট, শার্ট, জ্যাকেট এবং ইন্ডাস্ট্রিয়াল কাজে জিন্স কাপড় ব্যবহার করা হয়। 

গ্যাবর্ডিনঃ 
ইহা একটি ওয়ার্প ফেসড কাপড়। কার্ডেড অথবা কম্বড সিঙ্গেল বা প্লাইড সুতা ইর্য়ান ব্যবহার করা হয়, যা ওরস্টেড, কটন, সিল্ক, রেয়ন ইত্যাদি আঁশের সংমিশ্রণে তৈরি করা হয়। পুরুষ,  মহিলা ও বাচ্চাদের স্যুট, ইউনিফর্ম, স্পোর্টসওয়্যার, রেইনকোট, ছেলেদের শার্ট ও প্যান্ট ইত্যাদি পোশাক তৈরিতে গ্যাবার্ডিন কাপড় ব্যবহার করা হয়। 

ডেনিমঃ
ডেনিম খুব মজবুত সুতি কাপড়। ইহা সাধারণত ২/১ অথবা ৩/১ ওয়ার্প ফেসড টুইল কাপড়। টানা সুতায় বাদামি, ব্লু বা কালো রং ব্যবহৃত হয় এবং পড়েন সুতা সাদা থাকে।

 শিপ্লে নিয়োজিত লোকদের পোশাক, ওয়ার্প ওয়্যার, ছেলেমেয়েদের প্যান্ট এবং জ্যাকেটের কাপড় তৈরিতে ডেনিম ব্যবহৃত হয়।

ড্রিলঃ
ইহা বেশ মজবুত কটন ওয়ার্প ফেসড টুইল কাপড়। কার্ডেড সুতা থেকে ২/১ অথবা ৩/১ টুইল বিশিষ্ট ঘন বুনন কাপড়। ড্রিল কাপড় কিছুটা ডেনিমের মত।

 ইহা গ্রে, ব্লিচড, ডাইড অথবা প্রিন্টেড ফর্মে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমনঃ ওর্য়াক ক্লথ, পকেটিং ক্লথ, জুতার লাইনিং, বুক বাইন্ডিং, কোটেড ফেব্রিকের ব্যাকিং হিসেবে এবং ইন্ডাস্ট্রিয়াল ফেব্রিক হিসাবে ড্রিল ফেব্রিক ব্যবহার করা হয়।

পপলিনঃ
ইহা প্লেইন বুননকৃত কাপড়, যার মধ্যে মিহি টানা সুতা ও মোটা পড়েন সুতা ব্যবহার করা হয়। প্রতি ইঞ্চিতে পড়েন সুতা অপেক্ষা টানা সুতার সংখ্যা দ্বিগুণ বা তার চেয়েও বেশি ব্যবহার করা হয়।

সিল্ক, কটন, কৃত্রিম উল অথবা ইহাদের মিশ্রণ আঁশ দিয়ে কাপড় তৈরি করা হয়। কটন, পপলিন অধিকার সময়ে মার্সেরাইজ করা হয়।

শীটিংঃ
ইহা একটি প্লেইন ওভেন কটন কাপড় যা কার্ডেড সুতা দ্বারা তৈরি করা হয়। শীটিং ক্পড় বিভিন্ন গঠনের হয়ে থাকে। ৪০×৩৮ টেক্স থেকে ৬৪×৩৮ টেক্স ইন্ডাস্ট্রিয়াল শীটিং এর জন্য এবং চিকন সুতা বেড শীটের জন্য ব্যবহার করা হয়। 

শীটিং কাপড়ের প্রস্থ ১৪০ থেকে ৩০০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং গ্রে ব্লিচড, ডাইড বা প্রিন্টেড অবস্থায় বিক্রি হয়।
 
শার্টিংঃ
যে সকল কাপড় শার্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয় তাকে সাধারণত শার্টিং কাপড় বলে। শার্টিং এর জন্য বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয় যেমনঃ ব্রড ক্লথ, সেমব্রে ক্লথ, গ্রামীণ চেক, অক্সফোর্ড এবং পপলিন প্লেইন বা ফেন্সি উইভ বিশিষ্ট, ব্লিচড, প্রিন্টেড, ডাইড ইত্যাদি ফর্মে হতে পারে। 

কটন উল, সিল্ক, কৃত্রিম অথবা তাদের মিশ্র আঁশ হতে কাপড় তৈরি করা হয়। কাপড় স্ট্রাইপ, চেক, ডাইড অথবা প্রিন্টেড ফর্মে থাকে।

স্যুটিংঃ
এধরণের কাপড় সাধারণত পুরুষ ও মহিলাদের স্যুট তৈরির কাপড় হিসাবে ব্যবহার করা হয় এবং স্পোর্টসওয়্যার ও ড্রেস তৈরির জন্যও মাঝে মাঝে ব্যবহার করা হয়। 

কটন, কৃত্রিম লিনেন ইত্যাদি আঁশ বা তাদের মিশ্রণে স্যুটিং কাপড় তৈরি করা হয়। কাপড়ের ওজন, কাপড়ের গঠন, বুনন, মান, মূল্য ইত্যাদি বিভিন্ন রকমের হয়ে থাকে।

ভয়েলঃ
ইহা একটি প্লেইন ওভেন কাপড়। অধিক নম্বরের কম্ব শক্ত পাকের টানা ও পড়েন সুতা দ্বারা এ ধরনের কাপড় তৈরি করা হয়। সাধারণত ৬০s কাউন্টের কটনের সুতা দ্বারা এ কাপড় তৈরি করা হয়। এর প্রতি ইঞ্চিতে ৬০-৬৪ টি টানা ও পড়েন সুতা থাকে। 

ক্যামব্রিকঃ
ক্যামব্রিক হল প্লেইন উইভ কাপড়। এর টেক্সচার খুব খাপি, মিডিয়াম কোয়ালিটি মসলিনের উপযুক্ত টানা ও পড়েন সুতার প্রয়োজন হয়। লাইনিং এর উপযোগী ক্যামব্রিকে ভারী মাড় ব্যবহার করতে হয়। 

এ কাপড় সর্বপ্রথম বেলজিয়ামের ক্যামব্রেইন নামক স্থানে প্রস্তুত হয়েছিল বলে এর নাম ক্যামব্রিক হয়েছে। সাধারণত এত ইন্ধি প্রতি ৯০ থেকে ১০০টি টানা ও পড়েন সুতা থাকে এবং ৬০s কটন কাউন্ট ও ৫০s কটন কাউন্ট এর যথাক্রমে টানা ও পড়েন সুতা ব্যবহার করা হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন