মার্কার কাকে বলে | মার্কার দক্ষতার সুত্র

মার্কার
মার্কার

মার্কার কাকে বলে?

মার্কার হল একখন্ড কাগজ, যার উপর একটি পোশাকের প্রয়োজনীয় বিভিন্ন সাইজের সকল প্যাটার্নসমূহ এমনভাবে অঙ্কন করা হয় যাতে সম্ভাব্য পরিমাণ কাপড় অপচয় করে নির্ধারিত সংখ্যক পোশাক তৈরি করা হয়।

মার্কারের প্রস্থ সাধারণত কাপড়ের সর্বনিম্ন প্রস্থের সমান নেওয়া এবং মার্কারের দৈর্ঘ্য প্রধানত নির্ভর করে একটি পোশাকের কতগুলো সাইজের প্যাটার্ন মার্কার তৈরি করতে ব্যবহার করা হয় তার উপর। মার্কার তৈরির জন্য দক্ষ মার্কার ম্যানের প্রয়োজন হয়।

প্রথমে ক্রেতার চাহিদা অনুযায়ী পোশাকের বিভিন্ন সাইজের প্যার্টান তৈরি করা হয় পরে প্যাটার্নসমূহ মার্কার পেপারের উপর স্থাপন করে সর্বনিম্ন অপচয় সকল সাইজের মার্কার তৈরি করা হয়। মার্কার তৈরিতে প্রথমে মার্কারের প্রস্থ নির্ণয় করে নিতে হয়। 

যে কাপড় দ্বারা পোশাক প্রস্তুত করা হবে ঐ কাপড়ের সর্বনিম্ন প্রস্থকে মার্কারের প্রস্থ হিসাবে ধরা হয়। মার্কার সাধারণত সাদা কাগজ বা নিউজপ্রিন্ট কাগজের উপর করা হয়। 

প্রথমে বড় বড় প্যার্টানসমূহকে মার্কারের উপর স্থাপন করা হয়, পরে ছোট ছোট প্যার্টানসমূহকে বড় প্যার্টানের ফাঁকে ফাঁকে যে খালি জায়গা থাকে উক্ত খালি জায়গায় স্থাপন করা হয়। 

মার্কার তৈরির উদ্দেশ্য?

মার্কার তৈরির উদ্দেশ্যসমূহঃ
  • সর্বনিম্ন পরিমাণ কাপড় অপচয় করে পোশাক শিল্পকে অধিক লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা।
  • কাপড়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। 
  • আর্দশ মাপ অনুযায়ী সুক্ষভাবে কাপড় কাটতে সহায়তা করা।
  • মার্কারের মাধ্যমে কাপড় কাটার পর সেলাই সেকশনে সুশৃঙ্খলভাবে কাপড় সরবরাহ করতে সহায়তা করা।
  • অল্প সময়ে অধিক পরিমাণ কাপড় কাটতে সহায়তা করা।
  • কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ জেনে সহজে প্রডাকশন প্লান তৈরি করতে সহায়তা করা। 
  • অল্প সংখ্যক লোক দ্বারা অধিক পরিমাণ কাপড় কাটতে সহায়তা করা। 
  • নির্দিষ্ট সংখ্যক পোশাকের জন্য নির্দিষ্ট পরিমাণ কাপড় ও তার হিসাব বের করতে সহায়তা করা।

মার্কার দক্ষতা কি?

একটি মার্কারের ক্ষেত্রফলের সাপেক্ষে উক্ত মার্কারের মধ্যস্থ প্যাটার্নসমূহ কতটুকু ক্ষেত্রফল দখল করেছে তার শতকরা হারের প্রকাশ করাকে মার্কার দক্ষতা বলে।

মার্কার দক্ষতা সুত্র?

মার্কার দক্ষতা সুত্র হলঃ

মার্কারের দক্ষতা = মার্কারের মধ্যে প্যার্টানসমূহের ক্ষেত্রফল/মার্কারের ক্ষেত্রফল × ১০০

মার্কারে দক্ষতা যত বেশি হবে কাপড়ের অপচয় তত কম হবে। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক পোশাক তৈরি করতে অপেক্ষাকৃত কম কাপড় লাগে। একটি পোশাকের মূল্যের প্রায় অর্ধেক মূল্য ব্যয় হয় উক্ত কাপড় বাবদ। মার্কারে দক্ষতা ১% বাড়ানোর অর্থ হল উক্ত পরিমাণ কাপড়ের মূল্য লভ্যাংশের সাথে যোগ হওয়া। 

এ সকল কারণের জন্য মার্কারের দক্ষতা বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ। মার্কারের দক্ষতা বৃদ্ধির জন্য দক্ষ মার্কার ম্যানের প্রয়োজন হয়। সে জন্য পোশাক শিল্পে মার্কার দক্ষতা যত বেশি হবে মুনাফা তত বেশি হবে। মার্কার তৈরির সাথে সাথে মার্কার দক্ষতা বের করা উচিত।

পোশাক উৎপাদন শিল্পে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে মার্কার মেকিং। একটি পোশাকের প্যাটার্ন তৈরি করার পর যে সাইজের মার্কার তৈরি করা হয়। মার্কার তৈরি করতে প্রথমে মার্কারের প্রস্থ নির্ণয় করে নিতে হয়। 

সঠিকভাবে মার্কার মেকিং ফেব্রিককে অপচয়ের হাত থেকে বাঁচায় যা সর্বশেষ পোশাক তৈরির ব্যয় হ্রাস করে। তাছাড়া পোশাক তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের মার্কার মেকিং পদ্ধতি ব্যবহার করা হয়।

মার্কার কত প্রকার?

মার্কার মেকিংয়ের ক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে যেমনঃ
  • ম্যানুয়ালি পদ্ধতি
  • কম্পিউটারাইজড পদ্ধতি

ম্যানুয়ালি পদ্ধতি কি?

মানুষের হাতের সাহায্যে নিজের বুদ্ধি খাটিয়ে যে মার্কা তৈরি করা হয় তাকে কায়িক মার্কার বা ম্যানুয়ালি মার্কার তৈরির পদ্ধতি বলে। এ পদ্ধতিতে শারীরিক ও মানসিক পরিশ্রমের দ্বারা মার্কার তৈরি করা হয়। 

ম্যানুয়ালি মার্কার মেকিং পদ্ধতি কত প্রকার?

ম্যানুয়ালি পদ্ধতি দুইভাবে করা যায়ঃ
  • ফুল সাইজ প্যাটার্নে মার্কার প্লানিং করে।
  • মিনিমাইজড প্যাটার্নে মার্কার প্লানিং করে।

ফুল সাইজ প্যাটার্ন মার্কার প্ল্যানিং কি?

স্ট্যান্ডার/নির্দিষ্ট মেজারমেন্ট অনুসারে সকল প্যাটার্নের গ্রিডিং সহ এখানে থাকবে। সর্বপ্রথম হার্ড প্যাটার্নগুলিকে পাতলা কাগজে মার্ক করে নেওয়া হবে। 

মার্ক করার পরে যদি মনে হয় ফেব্রিক অপচয় হবে তাহলে মার্ক এডিট করে নিবে।ফুল সাইজ প্যাটার্ন মার্কার পদ্ধতিটি চিহ্নিতকারী দৈর্ঘ্য হ্রাস করার জন্য উপযুক্ত।

মিনিমাইজ প্যাটার্ন মার্কার প্ল্যানিং কি?

সকল সাইজের প্যাটার্নগুলোকে প্যান্টোগ্রাফ দাঁড়া ১/৫ অংশ কমানো হয়, প্যাটার্নগুলোকে প্লাস্টিকের শীট অথবা হার্ড কাগজ দ্বারা তৈরি করা হয়।ছোট প্যাটার্নের টুকরো দিয়ে মার্কার প্ল্যানিং করা হয়, আর তৈরি করার পরে ক্যামেরা ব্যবহার করা হয় যাতে করে স্ন্যাপগুলি নেওয়া হয়। 

এই প্যাটার্ন মার্কার পদ্ধতির ক্ষেত্রে চিহ্নিতকারী কার্যকারিতা, অংশ ও ফেব্রিকের অংশ কাউন্ট বা গনণা করে নির্ধারণ করা হয়।

কম্পিউটারাইজড পদ্ধতি কত প্রকার?

কম্পিউটারাইজড পদ্ধতিটি দুই প্রকারঃ
  • স্বয়ংক্রিয় মার্কার পদ্ধতি
  • ইন্টারেক্টিভ মার্কার পদ্ধতি

স্বয়ংক্রিয় মার্কার পদ্ধতি কি?

পোশাক উৎপাদন শিল্পের মধ্যে সব থেকে ভাল মার্কার মেকিং পদ্ধতিটি হল স্বয়ংক্রিয় মার্কার পদ্ধতি। এই পদ্ধতিতে কম্পিউটারের দেওয়া কমান্ড অনুসারে মার্কার তৈরি হয়। একটি মার্কার তৈরি করার জন্য খুবই কম সময় লাগে এই পদ্ধতিতে।

ইন্টারেক্টিভ মার্কার পদ্ধতি কি?

ইন্টারেক্টিভ মার্কার পদ্ধতিটি একটি সাধারন পদ্ধতি যেখানে অপারেটর একটি কম্পিউটার ধারা খুবই সহজে মার্কার করতে পারে। 

ইন্টারেক্টিভ মার্কার পদ্ধতিটিতে সমস্ত প্যাটার্নের টুকরো কম্পিউটারের স্ক্রিনে প্রদর্শিত হয়। আর ইন্টারেক্টিভ মার্কার প্যাটার্ন গুলোকে খুব সহজে এডিট করা সম্ভব। এই পদ্ধতিতে মার্কার তৈরি করতে খুবই কম সময় লাগে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন