টেক্সটাইল টেস্টিং এর অর্থ কি?
টেস্ট শব্দের অর্থ হল পরীক্ষা আর টেস্টিং শব্দের অর্থ হল পরীক্ষার উপায় বা পরীক্ষণ।
টেস্ট শব্দের অর্থ হল পরীক্ষা আর টেস্টিং শব্দের অর্থ হল পরীক্ষার উপায় বা পরীক্ষণ।
টেক্সটাইলে টেস্টিং |
টেক্সটাইল টেস্টিং কি?
যে প্রক্রিয়ায় ফাইবার, সুতা ও কাপড়ের যাবতীয় গুণাবলি পরিক্ষা করা হয় তাকে টেক্সটাইল টেস্টিং বলে।
যে প্রক্রিয়ায় ফাইবার, সুতা ও কাপড়ের যাবতীয় গুণাবলি পরিক্ষা করা হয় তাকে টেক্সটাইল টেস্টিং বলে।
তাছাড়া টেক্সটাইল টেস্টিং হল এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে ফেব্রিকের ফিজিক্যাল ও কেমিক্যাল টেস্ট করা হয়।
কিছু টেস্ট হল যেমনঃ রাবিং টেস্ট, কালার ফাস্টনেস টেস্ট, টিয়ার টেস্ট, টেনসাইল স্টেংথ টেস্ট ইত্যাদি। সাধারণত বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে এই টেস্ট গুলো করা হয়।
আজকে আমরা টেক্সটাইল ইন্ড্রাস্টিতে বিভিন্ন টেস্ট কেন করা হয় ও সেই সব টেস্টগুলো নিয়ে জানার চেষ্টা করব।
- কালার ফাস্টনেস টু ওয়াশ
- কালার ফাস্টনেস টু ওয়াটার
- কালার ফাস্টনেস টু স্যালিবা
- কালার ফাস্টনেস টু পারস্পিরেশন
- র্যাবিং টেস্ট
- পিলিং টেস্ট
- ক্রস স্টেইনিং টেস্ট
- ফেনোলিক ইয়োলিং টেস্ট
- পি এইচ টেস্ট
- ফাইভ টাইম ওয়াশ টেস্ট
- ব্লাস্টিং টেস্ট
- স্পাইরিলিটি টেস্ট
- লাইট বক্স টেস্ট
- সাবলাইমেশন টেস্ট
টেক্সটাইল টেস্টিং এর সকল টেস্ট নিয়ে আলোচনা করা হলঃ
(১) কালার ফাস্টনেস টু ওয়াশ কি?
ফেব্রিকে ধৌত বা ওয়াশ করার পর তার কালার ঠিক থাকে কিনা তা টেস্ট করার জন্য কালার ফাস্টনেস টু ওয়াশ টেস্ট করা হয়।(২) কালার ফাস্টনেস টু ওয়াটার কি?
ডাইড ও প্রিন্ট্রেড ফেব্রিকের কালার পানিতে ঠিক থাকে কিনা তা টেস্ট করার জন্য কালার ফাস্টনেস টু ওয়াটার টেস্ট করা হয়।(৩) কালার ফাস্টনেস টু স্যালিবা কি?
এই টেস্ট সাধারণত কিডস গার্মেন্টসে করা হয়। কিডসগার্মেন্টসে এই টেস্ট করা বাধ্যতামূলক। বাচ্চাদের মুখের লালা ফেব্রিকের কালার নস্ট করে কিনা তা জানার জন্য কিডসগার্মেন্টেসে এই টেস্ট করা বাধ্যতামূলক।(8) কালার ফাস্টনেস টু পারস্পিরেশন কি?
ঘামে ফেব্রিকের কালার ঠিক থাকে কিনা তা জানার জন্য কালার ফাস্টনেস টু পারস্পিরেশন টেস্ট করা হয়। এই টেস্ট দুইটি মিডিয়ামে করা হয়। যেমনঃ এসিডিক ও অ্যালকালি মিডিয়ামে। ছেলেদের ঘাম আলকালি মিডিয়ামে টেস্ট করা হয় এবং মহিলাদের ঘাম এসিডিক মিডিয়ামে টেস্ট করা হয়।রাবিং টেস্ট |
(৫) রাবিং টেস্ট কি?
ফ্রিকশনের ফলে ফেব্রিকে কালার উঠে কিনা তা জানার জন্য র্যাবিং টেস্ট করা হয়। এই টেস্ট দুই অবস্থায় করা হয় যেমনঃ ওয়েট ও ড্রাই অবস্থায়।এর কারণ হচ্ছে ফেব্রিক ওয়েট ও ড্রাই অবস্থায় ফেব্রিকের কালার উঠে কিনা তা জানার জন্য রাবিং টেস্ট করা হয়। একে যথাক্রমে ওয়েট ড্রাই রাবিং টেস্ট ও বলা হয়।
(৬) পিলিং টেস্ট কি?
ফেব্রিকের সাথে ফেব্রিকে ঘর্ষণ বা ফ্রিকশনের ফলে ফেব্রিকের ছোট ফাইবার গুলো জোট বেঁধে ছোট ছোট গুটির সৃষ্টি করে, একে পিলিং বলে।এই পিলিং এর ফলে ফেব্রিকের কোয়ালিটি অনেক খারাপ হয়, কোয়ালিটি খারাপ হওয়ার কারণে বায়ার তা নিতে চায় না। তাই বায়ারের চাহিদা অনুসারে পিলিং টেস্ট করা হয়।
(৭) ক্রস স্টেইনিং টেস্ট কি?
মাল্টি ফেব্রিক বা গার্মেন্টসে ওয়াশের পর কালার ছড়িয়ে পড়ে কিনা বা দাগ পড়ে কিনা তা জানার জন্য ক্রস স্টেইনিং টেস্ট টেস্ট করা হয়।(৮) ফেনোলিক ইয়োলিং টেস্ট কি?
কোন ফেব্রিকের লট দীর্ঘদিন ফেলে রাখলে ফেব্রিক লটের মধ্যে ইয়োলিশ ভাব চলে আসে। সাধারণত হোয়াইট বা সাদা লটের ফেব্রিক দীর্ঘদিন ফেলে রাখলে এই সমস্যাটি দেখা যায়।তাই ফেনোলিক ইয়োলিং টেস্ট ফেব্রিক লটে করা হয় এবং এই টেস্ট পাশ করলে অনেক দিন পর্যন্ত ফেব্রিক লটে ভাল থাকে।
(৯) পিএইচ টেস্ট কি?
ডাইং এর প্রিট্রেটমেন্টে স্কাওরিং প্রসেসে আমরা সাধারণত ক্ষার ব্যবহার করি। এই ক্ষার আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর। তাই ফেব্রিক নিউট্রাল আছে কিনা তা চেক করার জন্য পিএইচ টেস্ট করা হয়।(১০) ফাইভ টাইম ওয়াশ টেস্ট কি?
পাঁচবার নরমাল ওয়াশ করার পর গার্মেন্টসে কালার ঠিক থাকে কিনা তা জানার জন্য ফাইভ টাইম ওয়াশ টেস্ট করা হয়।(১১) ব্লাস্টিং টেস্ট কি? |
(১২) স্পাইরিলিটি টেস্ট কি?
গার্মেন্টসের ওয়াশের পূর্বে গার্মেন্টসের ডাইমেনশন পরিমাপ করা হয় এবং ওয়াশের পর গার্মেন্টসের ডাইমেনশন পরিমাপ করা হয়।গার্মেন্টসের ওয়াশের পর ইহার সেলাই বরাবর কিছুটা বেকেঁ যায়, গার্মেন্টসের এই ধর্মকে স্পাইরিলিটি বলা হয়। আর এই ধর্ম পরিমাপ করার টেস্টকে স্পাইরিলিটি টেস্ট বলা হয়।
(১৩) লাইট বক্স টেস্ট কি?
ফেব্রিকের মধ্যে অফটিক্যাল ব্রাইটেনিং আছে কিনা তা লাইট বক্সের মাধ্যমে সহজে জানা যায়। বায়ারের চাহিদা অনুসারে এই লাইট বক্স কেনা হয়ে থাকে।অধিকাংশ ক্ষেত্রে বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে ডি ৬৫ লাইট বক্স এই লাইট বক্সের সাহায্যে বায়ারের চাহিদা অনুসারে ফেব্রিকের সেড ওকে আছে কিনা তা সঠিকভাবে জানা যায়।