সেলাই সুতা বৈশিষ্ট্য?

সেলাই সুতা
সেলাই সুতা

সেলাই সুতা বৈশিষ্ট্য?
একেক ধরনের পোশাকের কাপড়ের জন্য একেক রকমের সেলাই সুতা নির্বাচন করতে হয়। সেলাই সুতা সঠিকভাবে নির্বাচন করতে না পারলে সেলাইয়ের মান ভাল হয় না। ফলে পোশাকে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যায়।

সেজন্য পোশাকের কাপড়ের সাথে মিল রেখে সেলাই সুতা নির্বাচন করতে হয়। তাই সেলাই সুতার যে সমস্ত গুণাবলীর দিকে লক্ষ রেখে সেলাই সুতা নির্বাচন করতে হয় তা নিচে আলোচনা করা হলোঃ
  • সুতার শক্তি 
  • টেনাসিটি
  • লুপ স্ট্রেংথ
  • লুপ স্ট্রেংথ
  • সর্বনিম্ন লুপ স্ট্রেংথ
  • ইলংগেশন অ্যাট ব্রেক
  • স্ট্রেস/স্ট্রেইন কার্ভ
  • স্থিতিস্থাপকতা
  • সংকোচনশীলতা
  • ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা 
  • রঙের স্থায়িত্ব
  • তাপ ধারণ ক্ষমতা

সুতার শক্তি কি?
কোন সুতার একপ্রান্ত আটকিয়ে রেখে অন্যপ্রান্ত ধরে টান দিয়ে ছিঁড়তে যে শক্তির প্রয়োজন হয়, তাকে টেনসাইল স্ট্রেংথ বলে। এটি সাধারণত গ্রাম, কিলোগ্রাম বা পাউন্ডে প্রকাশ করা হয়। 

তাপমাত্রা, বল, জলীয়বাষ্প, বল প্রয়োগের হার এবং সুতার দৈর্ঘ্যের উপর টেনসাইল স্ট্রেংথ এর সামান্য পার্থক্য হতে পারে। একই সাইজ বা টিকেট নাম্বারের সেলাই সুতাসমূহের শক্তির পার্থক্য নির্ধারণের জন্য টেনসাইল স্ট্রেংথ বের করা।

টেনাসিটি কি?

সুতার টেনসাইল স্ট্রেংথকে ঐ সুতার কাউন্ট বা পুরুত্ব দিয়ে ভাগ করলে টেনাসিটি পাওয়া যায়। সুতার টেনসাইল স্ট্রেংথ সুতার কাউন্টের উপর নির্ভরশীল, অর্থাৎ সুতা যত মোট হবে এর টেনসাইল স্টেংথও তত বেশি হবে। 

সুতার টেনাসিটি এর কাউন্টের উপর নির্ভরশীল নয়, কারণ এটি সুতার একক পুরুত্বে শক্তি নির্দেশ করে, যার ফলে টেনাসিটি দ্বারা বিভিন্ন কাউন্টের নাম্বারের সুতার  মধ্যে ও শক্তির তারতম্য ও উত্তমতা যাচাই করা যায়।  

টেনাসিটি সাধারণত গ্রাম পার ডেনিয়ার বা গ্রাম পারটেক্স হিসাবে প্রকাশ করা যায়। 

লুপ স্ট্রেংথ কি?
একটি সুতার লুপের মধ্য দিয়ে আর একটি সুতার লুপ তৈরি করে ও দুটি লুপের সমান দৈর্ঘ্য নিয়ে লুপ ব্রেকিং শক্তি নির্ণয় করাকে লুপ স্ট্রেংথ বলে। 

সুতার লুপ অংশেই শক্তি কম হওয়ার কথা এবং ঐ অংশে সুতা ছিঁড়লে তা লুপ স্ট্রেংথ নির্ণয়ে গ্রহনযোগ্য হবে। কিন্তু অন্য কোন স্থানে ছিঁড়লে তা গ্রহনযোগ্য হবে না। 

লুপ দুটি একই সুতার হওয়া বাঞ্ছনীয়। লুপ স্টেংথ একটি সুতার স্টিচ স্ট্রেংথ এর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

সর্বনিম্ন লুপ স্ট্রেংথ কি?
ধারাবাহিক কতগুলো লুপের মধ্যে সবচেয়ে দূর্বলতম লুপের শক্তিকে সর্বনিম্ন লুপ স্টেংথ বলে। একটি সীমের ধারাবাহিক স্টিচের মধ্যে সুতার কার্যকারিতা কীরুপ হবে, তা বোঝার জন্য সর্বনিম্ন লুপ স্টেংথকে ব্যবহার করা হয়। 

ইলংগেশন অ্যাট ব্রেক কি?
সুতার উপর বল প্রয়োগ করলে সুতা ছেঁড়ার সময় এর মূল দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু সম্প্রসারিত হয় তাকে ইলংগেশন অ্যাট ব্রেক বলে। এটি সাধারণত শতকরা হারে প্রকাশ করা হয়। সীমের সম্প্রসারণশীলতার ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ। 

স্ট্রেইস/স্ট্রেইন কার্ভ কি?
সুতার উপর ক্রমবর্ধমান টেনাসিটির বিপরীতে সুতার ইলংগেশনকে অঙ্কন করে যে কার্ভ পাওয়ার যায় তাকে স্ট্রেস বা স্ট্রেইন কার্ভ বলে।

স্থিতিস্থাপকতা কি?
যদি কোন বস্তুকে টানলে এটি লম্বা হয় এবং টান ছেড়ে দিলে তা মূল দৈর্ঘ্যে ফিরে আসে তবে তাকে স্থিতিস্থাপকতা বলে। যা টানলে লম্বা হয় কিন্তু ছেড়ে দিলে এর মূল দৈর্ঘ্যে ফিরে আসে না তাকে প্লাস্টিক বলে।

অধিকাংশ সেলাই সুতা ইলাস্টিক ও প্লাস্টিক এর মধ্যবর্তী কোন স্থানের হয়ে থাকে। সুতার স্থিতিস্থাপকতা নিটেড কাপড় সেলাই করার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। 

সংকোচনশীলতা কি?
পানিতে ধৌত করার ফলে এবং ইস্ত্রি দ্বারা  ইস্ত্রি করার সময় একটি সুতা এর মূল দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু সংকোচিত হয়, তাকে সংকোচনশীলতা বলে। এটি শতকরা হারে প্রকাশ করা হয়। যদি সেলাই সুতা সংকোচশীলতা হয় তবে সীম পাকারের সৃষ্টি হয়।

ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা কি?
সেলাই সুতার ঘর্ষণজনিত প্রতিরোধ ক্ষমতা এর সেলাইকরণের দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। একটি সুতার সাথে আর একটি সুতার ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা এক্ষেত্রে বিবেচনা করা হয়। বিশেষ পদ্ধতিতে ও যন্ত্রের সাহায্যে এ পরিক্ষা করা হয়।

রঙের স্থায়িত্ব কি?
সেলাই সুতা যে রঙের এবং শেড এর নির্বাচন করা হয় তা পোশাকের স্বাভাবিক ব্যবহার কাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে আশা করা হয়। 

কিন্তু বাস্তবে যদি তা না ঘটে তবেই সমস্যার সৃষ্টি হতে পারে। পাকা রং বলতে বুঝায় যে এটি ধৌত করলে বা রৌদ্রের তাপে রং উঠে যাবে না বা জ্বলে যাবে না বা সেলাই রেখা বরাবর সুতা হতে কাপড়ে রং লাগবে না। সুতার মান যাচাই করার ক্ষেত্রে পরিক্ষার মাধ্যমে রং এর স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত।

তাপ ধারণ ক্ষমতা কি?
কাপড় ইস্ত্রি করার সময় কাপড়ে সুতার সমান সেলাই সুতার তাপ ধারণ ক্ষমতা থাকতে হবে নতুবা তাপে সেলাই সুতা গলে গেলে সেলাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে।

যেমন ধরা যাক কটন সুতার তাপ ধারণক্ষমতা বেশি কিন্তু সিনথেটিক সুতা যেমনঃ নাইলন, পলিয়েস্টার ইত্যাদির তাপ ধারণ ক্ষমতা কম। সেজন্য কটন কাপড়ের জন্য কটন সুতা ব্যবহার করা উচিত।

পরিশেষে বলা যায় কাপড় তৈরি করার জন্য সেলাই সুতা খুবেই গুরুত্বপূর্ণ।

Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন