ফেব্রিক কোয়ালিটি টেস্ট করার উপায়?

সাধারণ টেস্ট করে আপনি আপনার প্রডাক্ট বা পণ্যের কোয়ালিটি সম্পর্কে ধারণা নিতে পারেন। আর এর জন্য আপনার হাতে একটি বিকার গ্লাস রড আর গরম পানি করার মতো সাধারণ কিছু থাকলে হবে।

কোয়ালিটি টেস্ট
কোয়ালিটি টেস্ট

টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে চাকরির ক্ষেত্রে আপনি যদি মার্চেন্ডাইজার হন তবে ডাইং এর ফেব্রিকের কোয়ালিটি ঠিক করার জন্য ডাইং ফিনিশ রিলেটেড সমস্যা ধরার জন্য এই দুটি ছোট টেস্ট আপনার অবশ্যই কাজে আসবে।

সাধারনত বাইং হাউস গুলোতে বা হেড অফিসে যারা চাকরি করেন। সেখানে ল্যাব না থাকায় আপনারা ফেব্রিকের কোয়ালিটি টেস্ট করতে পারেন না। তাই সহজে এই উপায় অবলম্বন করে ফেব্রিক এর কোয়ালিটি বা গুণগত মান টেস্ট করতে পারেন।
Next Post Previous Post