ফেব্রিক ইন্সপেকশন কি?
ফেব্রিক ইন্সপেকশন হল ফেব্রিককে পরীক্ষা করা। অর্থাৎ ফেব্রিক এর মধ্যে কোন ত্রুটি আছে কিনা তা চেক করাই হলো ফেব্রিক ইন্সপেকশন।ফেব্রিক ইন্সপেকশন (Fabric Inspection) কাকে বলে?
ইন্সপেকশন হচ্ছে কোন Raw Materials বা Finished Goods চূড়ান্তভাবে নির্বাচন করার পূর্বে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যক Raw Materials বা Finished Goods নির্বাচনের একটি বাস্তব পদ্ধতি।টেক্সটাইল এবং গার্মেন্টস উভয় সেক্টরে ফেব্রিক ইন্সপেকশন ক্ষেত্রে 4 Point System বহুল প্রচলিত ও খুব জনপ্রিয় একটি পদ্ধতি। বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ফেব্রিক ইন্সপেকশন করা হয়।
ফেব্রিক ইন্সপেকশনের উদ্দেশ্য?
- Defective ফেব্রিক/গার্মেন্টস গুলো Correction করা।
- Defect খুঁজে বের করা।
- পরবর্তিতে যাতে একই রকম Defect না হয় বা Defect Percentage কমে যায় সেই পদক্ষেপ নেওয়া।
ফেব্রিক ইন্সপেকশন পদ্ধতি কত প্রকার?
ফেব্রিক ইন্সপেকশনের ৪টি পদ্ধতি রয়েছেঃ
- 1 point inspection system
- 2.5 point inspection system
- 4 point inspection system
- 10 point inspection system
ফেব্রিক ইন্সেপেকশনের জন্য কিছু শর্ত?
- যে স্থানে ইন্সপেকশন করা হবে সেখানে পর্যাপ্ত আলো ও বায়ু চলাচল ব্যবস্থা থাকতে হবে।
- ইন্সপেকশন মেশিনের ফ্রেম যা দিয়ে ফেব্রিক যাতায়ত করে তা ৪৫˚-৬০˚ ডিগ্রি কোনে বাকানো থাকতে হবে।
- ইন্সপেকশন টেবিলের উপড়ে F96 Fluorescent দুটি বাল্ব ব্যবহার করতে হবে। প্রয়োজনে টেবিলের নিচে Back Light ব্যবহার করতে হবে।
- ফেব্রিক যাতায়তের স্পিড প্রতি মিনিটে ১৫ গজের বেশি হতে পারবে না।
- সকল Defect ইন্সপেকশনের সময়ই নির্দিষ্ট শীটে লিপিবদ্দ করতে হবে।
কয়েকটি Fabric Inspection পদ্ধতি?
ফেব্রিক ইন্সপেকশন এর অনেক পদ্ধতি রয়েছে। কোম্পানি ও বায়ার ভেদে ফেব্রিক ইন্সপেকশনের selection নির্ভর করে। নিচে Fabric Inspection এর কয়েক ধরণের পদ্ধতির নাম দেওয়া হলঃ- 4- point system
- 10- point system
- 2.5- point system
- 10 point inspection system
4 Point System কি?
ফেব্রিকের কোয়ালিটি ইন্সপেকশন করার জন্য ফোর পয়েন্ট ইন্সপেকশন সিস্টেম সব থেকে বেশি ব্যবহৃত হয় টেক্সটাইল বা অ্যাপারেল ইন্ডাস্ট্রিগুলোতে। এই ফোর পয়েন্ট সিস্টেমকে (AAMP) বলা হয়।আরও জানুনঃ
4 Point System প্রয়োগের জন্য যে বিষয়গুলো অবশ্যই প্রয়োজন?
- Inspection পদ্ধতিটি জানা থাকতে হবে।
- ডাটা কালেকশনের জন্য একটি ফরমেট থাকতে হবে।
- ফেব্রিকের বিভিন্ন ধরনের Defects সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
4 Point System এ Fabric Inspection পদ্ধতি?
4 Point System টেক্সটাইলের ক্ষেত্রে প্রতি ১০০ গজ কাপড়ের জন্য নির্দিষ্ট সংখ্যক Penalty Points এর ভিত্তিতে কাপড়ের Quality Level নির্ধারণ করা হয়।Total Penalty Point নির্ধারণের সূত্র?
Total Penalty Point নির্ধারণের সূত্রটি হচ্ছেঃTotal Penalty Points = (Total Points from Roll × 36 × 100)/(Fabric Length in Yards × Fabric Width in Inches)
4 Point System পদ্ধতিটি AAMA (American Apparel Manufacturers) নামেও পরিচিত।
এই পদ্ধতিতে ফেব্রিকের Defect সাইজ ও ধরণ অনুযায়ী ১, ২, ৩ অথবা ৪ পয়েন্টে মার্কিং করা হয়।
Defect এর সাইজের উপর ভিত্তি করে Penalty Point গণনার চার্টটি নিচে দেওয়া হলোঃ
- ৩ ইঞ্চি বা তার কম= ১ Points
- ৩ ইঞ্চির উপরে কিন্তু ৬ ইঞ্চির কম= ২ Points
- ৬ ইঞ্চির উপরে কিন্তু ৯ ইঞ্চির কম= ৩ Points
- ৯ ইঞ্চি থেকে বড়= ৪ Points
Holes and Openings:
- ১ ইঞ্চি বা তার কম= ৪ Points
- ১ ইঞ্চির বড়= ৪ Points
Defect এর সাইজ যেরকমই হোক না কেন, নির্দিষ্ট ১ গজ ফেব্রিকে সর্বোচ্চ ৪ পয়েন্ট গণনা করা হবে।
Defect এর সাইজ দৈর্ঘ্য বা প্রস্থ্য সব দিকেই বিবেচ্য। পয়েন্টিং করার ক্ষেত্রে শুধুমাত্র Major Defect গুলো বিবেচনায় আসবে। Minor Defects গুলো বিবেচনায় আসবে না।
Major Defect এর কিছু নমুনা ও তাদের Penalty Decision
যে Defect গুলোর জন্য 4 Point System এ Penalty Point প্রযোজ্য হয় সেগুলোকে Major Defect বলা হয়।
নিচে Major Defect এর কিছু নমুনা দেওয়া হলঃ
(১) সাধারণ কিছু Defect যেমনঃ
- Spot (দাগ)
- Knot (গিঁট)
- Slub (স্লাব)
- Kink (উল্টো পাক)
- Set Mark (সেট মার্ক)
- Rapping (কুঁচকানো)
- Cockled Yarn (পাকানো সূতা)
- Hole (ছিদ্র)
(২) যে Defect অভিরাম চলতে থাকে (Running Defect) যেমনঃ
যে Defect অভিরাম চলমান থাকে তাকে Running Defect বলে। এ ধরনের Defect এর জন্য পেনাল্টি পয়েন্ট ৪ ধার্য হবে। যদি প্রতি ১১০ গজ ফেব্রিকের প্রতি রুলে চলমান ৫ গজ কাপড়ে এরকম Running Defect থাকে তবে পুরো Roll কে B গ্রেড ফেব্রিক হিসেবে বিবেচিত হবে এবং পুরো Roll টি Reject হিসেবে বিবেচিত হবে।
কিছু Running Defect নিচে দেওয়া হলোঃ
- Lycra Out
- Niddle Broken Mark
- Sinkar Mark
- Lycra Drop
- Machine Patta ইত্যাদি
যে গণনা করা যায় না (Uncountable Defect) কি?
গণনা করা যায় না এরকম Defect গুলো 4 Point এর আওতায় আসবে না। এক্ষেত্রে পুরো Roll টি B গ্রেড ফেব্রিক হিসেবে বিবেচিত হবে এবং পুরো Roll টি Reject হিসেবে বিবেচিত হবে।
আরও জানুনঃ
গণনা করা যায় না এরকম কিছু Defect নিচে দেওয়া হলোঃ
- Running Shade (চলমান কালার ভিন্নতা)
- Fuzziness (ফেব্রিকের উপর ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ)
- Patta (সুতার লট মিক্সি হওয়ার ফলে যে Defect হয়)
- Dia Mark (মেশিনের ডায়া মার্ক)
- Hand Feel Problem (হাতের স্পর্শ খারাপ আসা)