এমব্রয়ডারি (Embroidery) কাকে বলে?
এক ধরনের সেলাই মাধ্যমে রঙিন সুতা দ্বারা সেলাই করে কাপড় বা পোশাকে বিশেষভাবে অলংকরণ করাকে এমব্রয়ডারি (Embroidery) বলে।
এক ধরনের সেলাই মাধ্যমে রঙিন সুতা দ্বারা সেলাই করে কাপড় বা পোশাকে বিশেষভাবে অলংকরণ করাকে এমব্রয়ডারি (Embroidery) বলে।
হাতের বা মেশিনের সাহায্যে এমব্রয়ডারি করা যায়। এমব্রয়ডারি করার কাজে যে সুতা ব্যবহার করা হয় তাকে ভিসকোস থ্রেড বলে। এটি রিজেনারেটেড সেলুলোজ হতে উৎপন্ন কন্টিনিউস ফিলামেন্ট বা স্টেপল ফাইবার হতে উৎপন্ন হয়।
ভিসকোস থ্রেডের শক্তি ও স্থায়িত্ব তুলনামূলকভাবে কম তবে এদের চাকচিক্যতক অনেক বেশি। এজন্য সেলাই সুতার চেয়ে এমব্রয়ডারি কাজের জন্য ভিসকসের ব্যবহার খুবই বেশী। আর যেসকল পোশাকে ভিসকোস সুতার ব্যবহার বিদ্যমান ঐ সকল পোশাক পানি দ্বারা কম ধৌত করা উচিত। এতে করে সেই পোশাক স্থায়িত্ব অনেক বেশি হবে।