ডাইং কি?
ডাইং হল রংকরণ প্রক্রিয়া।
ডাইং মেশিন |
ডাইং এর ত্রুটিসমুহ?
ডাইং এর ত্রুটিগুলো হলঃ
- Chemical Stain
- Dye Stain
- Dirty Spot
- Softner Spot
- Uneven Shade
- Hand Feel
- Strength less
- Hand Feel
- Yellow Spot
- Colour Bleeding
- Roll To Roll Shade Variation
(১) Chemical Stain
কারণঃ- গরম বা ঠান্ডা পানি সঠিকভাবে মিশ্রন না হলে।
- পানির খরতার সীমা প্রয়োজনীয় না হলে।
- বিভিন্ন রাসায়নিক দ্রব্য ঠিকমতো মিশ্রন না হলে।
- ফেনা নাশক দ্রব্য বেশি ব্যবহার করা হলে।
প্রতিকারঃ
- বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ঠিকমতো মিশ্রন করতে হবে।
- ফেনা নাশক দ্রব্য অপেক্ষাকৃত কম ব্যবহার করতে হবে।
(২) Dye Stain
কারণঃ- ডাইং করার আগে ঠিকমতো ছাকনি বা ফিল্টার না হলে Dye Stain আসতে পারে।
প্রতিকারঃ
- ডাইং করার সময় খুব সতকর্তা অবলম্বন করতে হবে।
(৩) Dirty Spot
কারণঃ- কাপড় খোলা অবস্থায় রেখে দিলে এবং ময়লা লেগে থাকলে এ সমস্যা হয়।
প্রতিকারঃ
- কোন অবস্থায় কাপড় খোলা স্থানে রাখা যাবে না।
(৪) Softner Spot
কারণঃ- কাপড় ডাইং মেশিন থেকে নামার পর বেশি সময় ধরে ট্রলিতে থাকলে এ সমস্যা হয়।
- মেশিনে লেগে থাকা ফেনাসমুহ ভালো ভাবে পরিষ্কার করা না হলে।
- প্রয়োজনীয় তাপমাত্রার চেয়ে তাপমাত্রা অপেক্ষাকৃত কম হলে।
- Softner এর মিশ্রর ঠিকমতো পাতলা না হলে।
প্রতিকারঃ
- Softner এর মিশ্রন সঠিকভাবে করতে হবে।
- কক্ষ তাপমাত্রায় মেশিন চালাতে হবে।
- মেশিনে লেগে থাকা ফেনাসমূহ পরিষ্কার করতে হবে।
(৫) Uneven Shade
কারণঃ- রং ও কষ্টিক সোডা ঠিকমতো মিশানো না হলে।
- কালার ও শেড ডজিং সময় কম হলে।
- প্রশমন ত্রিয়া ঠিকমতো না হলে।
প্রতিকারঃ
- রং ও কষ্টিক সোডার দ্রবন ঠিকভাবে মিশ্রন করতে হবে।
(৬) Hand Feel
কারণঃ- কাপড় নরম করন দ্রব্য ঠিকমতো কাজ না করলে।
প্রতিকারঃ
- কাপড় নরম করন দ্রব্য যাতে সঠিকভাবে কাজ করে তার ব্যবস্থা করতে হবে।
(৭) Strength less
কারণঃ- কাপড় ভেজা অবস্থায় থাকলে।
- এনজাইমের পরিমান বেশি হলে।
- এনজাইমের কার্যকারিতা নষ্ট হলে।
প্রতিকারঃ
- এনজাইম দ্রবন সঠিকভাবে মিশ্রণ করতে হবে।
- এনজাইমের কার্যকারিতা যাতে নষ্ট না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
(৮) Yellow Spot
কারণঃ- কোন কারনে যদি কাপড় বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকে তবে light color কাপড়ে Yellow spot আসে।
প্রতিকারঃ
- light color কাপড়ে যাতে Yollow Spot না আসে তার ব্যবস্থা করতে হবে।
(৯) Colour Bleeding
কারণঃ- রং এর শক্তি কম হলে।
- তাপমাত্রা বেশি হলে।
প্রতিকারঃ
- রং এর শক্তি সবসময় বজায় রাখতে হবে।
- তাপমাত্রা যেন বেশি না হয় তার ব্যবস্থা করতে হবে।
(১০) Roll To Roll Shade Variation
কারণঃ- কাপড়ের ব্যাচ কার্ড প্রস্তুত করার সময় লট বা রোল যদি মিশ্রিত অবস্থায় ব্যাচ প্রস্তুত হয় তবে তাকে Roll to Roll Shade Variation বলে।
প্রতিকারঃ
- লট ও রোল মিলিয়ে কাপড়ের ব্যাচ কার্ড প্রস্তুত করতে হবে।
পরিশেষে বলা যায় ফেব্রিক ডাইং করা সময় বিভিন্ন রকম ত্রুটি দেখা যায়। এই ত্রুটিগুলো দুর করে কাপড়কে সুন্দরভাবে ডাইং করা সম্ভব।