ডাইং এর ত্রুটিসমুহ?

ডাইং কি?
ডাইং হল রংকরণ প্রক্রিয়া।


ডাইং মেশিন
ডাইং মেশিন

ডাইং এর ত্রুটিসমুহ?

ডাইং এর ত্রুটিগুলো হলঃ
  • Chemical Stain
  • Dye Stain
  • Dirty Spot
  • Softner Spot
  • Uneven Shade
  • Hand Feel
  • Strength less
  • Hand Feel
  • Yellow Spot
  • Colour Bleeding
  • Roll To Roll Shade Variation

(১) Chemical Stain

কারণঃ
  • গরম বা ঠান্ডা পানি সঠিকভাবে মিশ্রন না হলে।
  • পানির খরতার সীমা প্রয়োজনীয় না হলে।
  • বিভিন্ন রাসায়নিক দ্রব্য ঠিকমতো মিশ্রন না হলে।
  • ফেনা নাশক দ্রব্য বেশি ব্যবহার করা হলে।

প্রতিকারঃ
  • বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ঠিকমতো মিশ্রন করতে হবে।
  • ফেনা নাশক দ্রব্য অপেক্ষাকৃত কম ব্যবহার করতে হবে।


(২) Dye Stain

কারণঃ
  • ডাইং করার আগে ঠিকমতো ছাকনি বা ফিল্টার না হলে Dye Stain আসতে পারে।

প্রতিকারঃ
  • ডাইং করার সময় খুব সতকর্তা অবলম্বন করতে হবে।


(৩) Dirty Spot

কারণঃ
  • কাপড় খোলা অবস্থায় রেখে দিলে এবং ময়লা লেগে থাকলে এ সমস্যা হয়।

প্রতিকারঃ
  • কোন অবস্থায় কাপড় খোলা স্থানে রাখা যাবে না।


(৪) Softner Spot

কারণঃ
  • কাপড় ডাইং মেশিন থেকে নামার পর বেশি সময় ধরে ট্রলিতে থাকলে এ সমস্যা হয়।
  • মেশিনে লেগে থাকা ফেনাসমুহ ভালো ভাবে পরিষ্কার করা না হলে।
  • প্রয়োজনীয় তাপমাত্রার চেয়ে তাপমাত্রা অপেক্ষাকৃত কম হলে।
  • Softner এর মিশ্রর ঠিকমতো পাতলা না হলে।

প্রতিকারঃ
  • Softner এর মিশ্রন সঠিকভাবে করতে হবে।
  • কক্ষ তাপমাত্রায় মেশিন চালাতে হবে।
  • মেশিনে লেগে থাকা ফেনাসমূহ পরিষ্কার  করতে হবে।


(৫) Uneven Shade

কারণঃ
  • রং ও কষ্টিক সোডা ঠিকমতো মিশানো না হলে।
  • কালার ও শেড ডজিং সময় কম হলে।
  • প্রশমন ত্রিয়া ঠিকমতো না হলে।

প্রতিকারঃ
  • রং ও কষ্টিক সোডার দ্রবন ঠিকভাবে মিশ্রন করতে হবে।


(৬) Hand Feel

কারণঃ
  • কাপড় নরম করন দ্রব্য ঠিকমতো কাজ না করলে।

প্রতিকারঃ
  • কাপড় নরম করন দ্রব্য যাতে সঠিকভাবে কাজ করে তার ব্যবস্থা করতে হবে।

(৭) Strength less

কারণঃ
  • কাপড় ভেজা অবস্থায় থাকলে।
  • এনজাইমের পরিমান বেশি হলে।
  • এনজাইমের কার্যকারিতা নষ্ট হলে।

প্রতিকারঃ
  • এনজাইম দ্রবন সঠিকভাবে মিশ্রণ করতে হবে।
  • এনজাইমের কার্যকারিতা যাতে নষ্ট না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

(৮) Yellow Spot

কারণঃ
  • কোন কারনে যদি কাপড় বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকে তবে light color কাপড়ে Yellow spot আসে।

প্রতিকারঃ
  • light color কাপড়ে যাতে Yollow Spot না আসে তার ব্যবস্থা করতে হবে।

(৯) Colour Bleeding

কারণঃ
  • রং এর শক্তি কম হলে।
  • তাপমাত্রা বেশি হলে।

প্রতিকারঃ
  • রং এর শক্তি সবসময় বজায় রাখতে হবে।
  • তাপমাত্রা যেন বেশি না হয় তার ব্যবস্থা করতে হবে।


(১০) Roll To Roll Shade Variation

কারণঃ
  • কাপড়ের ব্যাচ কার্ড প্রস্তুত করার সময় লট বা রোল যদি মিশ্রিত অবস্থায় ব্যাচ প্রস্তুত হয় তবে তাকে Roll to Roll Shade Variation বলে।

প্রতিকারঃ
  • লট ও রোল মিলিয়ে কাপড়ের ব্যাচ কার্ড প্রস্তুত করতে হবে।

পরিশেষে বলা যায় ফেব্রিক ডাইং করা সময় বিভিন্ন রকম ত্রুটি দেখা যায়। এই ত্রুটিগুলো দুর করে কাপড়কে সুন্দরভাবে ডাইং করা সম্ভব। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন