শেড কি | শেড কত প্রকার

 

শেড কত প্রকার?
শেডের প্রকারভেদ

শেড কাকে বলে?
সেডিং ম্যাকানিজমের সাহায্যে টানা সুতাকে উপরে নিচে দুভাগে ভাগ করে দুটি স্তর তৈরি করা হয় যাতে ঐ স্তর দুটির মধ্যদিয়ে মাকুর পড়েন সুতাসহ চলাচল করতে পারে। 

আর টানার স্তরের মধ্যবর্তী ফাঁককে শেড বলে। শেডের আকার বা আকৃতি নির্ভর করে মাকুর আকৃতি, সুতার প্রকৃতি, তাঁতের ধরন ইত্যাদির উপর।

শেড কত প্রকার?

শেড দুই প্রকারঃ
  • ক্লোজ শেড 
  • ওপেন শেডড
ক্লোজ শেড
বটম ক্লোজ শেড

ক্লোজ শেড কি?
যে শেডে এক সেট টানা উপরে ও অপর সেট নিচে চলে যায় এবং প্রতিটি পিক সম্পূর্ণ হওয়ার পর টানা সুতা একই সমতলে থাকে তাকে ক্লোজ শেড বলে।

ক্লোজ শেড কত প্রকার?

ক্লোজ শেড কত প্রকারঃ
  • বটম ক্লোজ শেডড
  • সেন্টার ক্লোজ শেড

বটম ক্লোজ শেড কি?
যে শেডে শেডিং এর সময় দু'পাটি টানা সুতা হতে এক পাটি উপরে উঠে যায় এবং A ও B লাইনের নিচের পাটি সব সময় স্থির থাকে। নিচের পাটির লেবেল স্থির রেখে অন্যপাটি সুতা শুধু নিচ হতে উপরে এবং উপর হতে নিচে নামে।

ব্যবহারঃ কোন কোন ট্যাপেট, সিঙ্গেল লিফট ডবি এবং সিঙ্গেল লিফট জ্যাকার্ডে বটম ক্লোজ শেড ব্যবহার করা হয়। 

সেন্টার ক্লোজ শেড
সেন্টার ক্লোজ শেড

সেন্টার ক্লোজ শেড কি?
টানা সুতা দুভাগে বিভক্ত হয়ে উপরের সেট সুতা উপরে উঠে 
এবং নিচের সেট সুতা নিচে নেমে সেড তৈরি করলে তাকে সেন্টার ক্লোজ শেড বলে।

 A A' ক্লোজ ওর্য়াপ লাইন B দ্বারা টানার উপরের সুতা, C দ্বারা নিচের সেট সুতা এবং D ও E দ্বারা তীর চিহ্ন দ্বারা প্রতিটি সুতার উঠানামা দিক নির্দেশ করে।
  
ব্যবহারঃ বিভিন্ন ধরনের ট্যাপেট লুম, সকল সিঙ্গেল লিফট জ্যাকার্ড তাতে সেন্টার ক্লোজ শেড ব্যবহার করা হয়। 

ওপেন শেড কত প্রকার?

ওপেন শেড কত প্রকারঃ
  • ওপেন শেড
  • সেমি ওপেন শেড

ওপেন শেড কি?
এই শেডে টানার দুসেট সুতাই স্থির লাইন তৈরি করে এবং কোন প্রকার বিরতি ছাড়াই উপরের সেট সুতা নিচে এবং নিচের সেট সুতা উপরে উঠে শেড তৈরি করলে তাকে ওপেন শেড বলে। সুতার লাইনের এরুপ উপরে উঠানামা পর্যায়ক্রমে হয়ে থাকে। 

ওপেন শেড
ওপেন শেড


A ও B দ্বারা টানার দুইটি স্থির লাইন C.D তীর চিহ্ন দ্বারা উঠা নামা গতি E দ্বারা fell of the cloth এবং F lease rod এর অবস্থান হতে Open shed  দেখানো হল।

ব্যবহারঃ অর্ডিনারী ট্যাপেট Knowles ডবি এবং কিছু সংখ্যক জ্যাকার্ড তাঁতে ব্যবহার হয়।
সেমি ওপেন শেড
সেমি ওপেন শেড

সেমি ওপেন শেড কি?
সেমি ওপেন শেড পদ্ধতিতে ক্লোজ এবং ওপেন শেড একত্রে সংঘটিত হয়। এতে স্থির বটমের সুতাগুলো নির্দিষ্ট স্থানে থাকে। কিন্তু উপরের লাইনের সুতাগুলো অল্প নিচে নেমে আসে বা মাঝখানে আটকে যায় এবং পুনরায় উপরে উঠে।

ব্যবহারঃ অনেক ডাবল লিফট জ্যাকার্ড ও কিছু সংখ্যক ডাবল লিফট ডবিতে ব্যবহার করা হয়। ট্যাপেট তাঁতে সেমি ওপেন শেড ব্যবহার করা হয় না।



Next Post Previous Post