কার্ডিং মেশিনের কাজ?

কার্ডিং মেশিন
কার্ডিং মেশিন

কার্ডিং কি শব্দ?
Carding শব্দটি ল্যাটিন শব্দ কার্ডাস থেকে এসেছে যার অর্থ কাঁটাযুক্ত জালি।

কার্ডিং কি?
পাশাপাশি অবস্থিত দু'টি বিপরীতমুখি ওয়্যার বা ধাতব দ্বারা চলমান পৃষ্ঠের আঁশসমূহকে সোজা ও সমান্তরাল করে একক আঁশের পযার্য়ের নিয়ে আসা এবং তুলার আঁশের মধ্যে ময়লা ও অপদ্রব্য দুর করতে সাহায্য করে তাকে কার্ডিং বলে।

কার্ডিং মেশিনের কেন্দ্র বিন্দু কি?

কটন সুতা তৈরির কেন্দ্র বিন্দু হলো কার্ডিং মেশিন।

কার্ডিং মেশিনকে স্পিনিং মেশিনের কি বলা হয়?
তুলার আঁশসমূহ পরিষ্কার করার জন্য ব্লো-রুমের পরের শেষ মেশিন হিসেবে কার্ডিং মেশিন কাজ করে।

কার্ডিং মেশিন সাধারণত আঁশসমূহকে খুলে একক আঁশের পযার্য়ে নিয়ে আসে। এবং তুলার মধ্যে থাকা অপদ্রব্য গুলো পরিষ্কার করে। আর এ কারণে কার্ডিং মেশিনকে স্পিনিং এর হৃৎপিণ্ড বলা হয়।

কার্ডিং মেশিনের কাজ?

  • আঁশসমূহকে সোজা ও সমান্তরাল করা।
  • আঁশসমূহকে একক আঁশের পযার্য়ের নিয়ে আসা।
  • আঁশসমূহকে ঘনীভূত করা।
  • স্লাইভার তৈরি করা।
  • ক্ষুদ্র আঁশ দূর করা।
  • অপদ্রব্য দুর করা।
  • ময়লা দুর করা।
  • আঁশসমূহকে ব্লেন্ডিং করা।
  • আঁশসমূহকে মিক্সিং করা।
  • অতিরিক্ত নেপস দুর করা। 

কাডিং মেশিনের প্রধান যন্ত্রাংশগুলো কি কি?
কাডিং মেশিনের প্রধান যন্ত্রাংশগুলো হলঃ
  • ফিড প্লেট
  • ফিড রোলার
  • টেকার-ইন
  • সিলিন্ডার
  • কন্ট্রোল রোলার
  • ক্যালেন্ডার রোলার
  • ট্রাম্পেট
  • টপ ফ্ল্যাট
  • ডফার

রোলারের ডায়ামিটার?

টেকার-ইন – ৯ ইঞ্চি
কন্ট্রোল রোলার – ৩ ইঞ্চি
সিলিন্ডার – ৫০ ইঞ্চি
ডফার – ২৭ ইঞ্চি

কার্ডিং এর অ্যাকশন কত প্রকার ও কি  কি?
কার্ডিং এর অ্যাকশন তিন ধরনের হয়ে থাকে যথাঃ
  • কার্ডিং অ্যাকশন
  • স্ট্রিপিং অ্যাকশন এবং
  • ডফিং অ্যাকশন

কার্ডিং অ্যাকশন কি? 
যদি দুটি কাছাকাছি পৃষ্ঠের তারের দিক বিপরীত থাকে এবং তাদের গতির দিক বা আপেক্ষিক গতিও বিপরীত হয় তবে দুটি পৃষ্ঠের মধ্যবর্তী ক্রিয়াটি কার্ডিং অ্যাকশন হিসাবে পরিচিত। 

টপ ফ্ল্যাট এবং সিলিন্ডারের মধ্যে কার্ডিংয়ের এই ক্রিয়াটি ঘটে যেখানে টপ ফ্ল্যাট এবং সিলিন্ডারের তারের দিক এবং ঘূর্ণন দিক উভয়ই বিপরীত।

স্ট্রিপিং অ্যাকশন কি?

যখন দুটি কাছাকাছি পৃষ্ঠের তারের দিক বা আপেক্ষিক গতির দিক একই থাকে তখন দুটি পৃষ্ঠের মধ্যবর্তী ক্রিয়াটিকে স্ট্রিপিং অ্যাকশন বলে। 

সিলিন্ডার এবং টেকার-ইন এর মধ্যে স্ট্রিপিং অ্যাকশান ঘটে। এখানে সিলিন্ডার এবং টেকার-ইন এর তারের দিক এবং ঘূর্ণন দিক উভয়ই একই।

ডফিং অ্যাকশন কি?
যখন দুটি কাছাকাছি পৃষ্ঠের তারের দিক পরস্পর বিপরীত দিকে থাকে কিন্তু গতির দিক একই হয়, তাহলে দুটি পৃষ্ঠের মধ্যবর্তী ক্রিয়াটিকে ডফিং অ্যাকশন বলে।

এই ক্রিয়াটি সিলিন্ডার এবং ডফারের মধ্যে ঘটে। এখানে সিলিন্ডার এবং ডফারের তারের দিক বিপরীত তবে ঘূর্ণন দিক একই।

কার্ড ফিড কত প্রকার?
কার্ড ফিড দুই প্রকার যথাঃ
  • ল্যাপ ফিড (প্রচলিত)
  • চুট ফিড (আধুনিক)

ল্যাপ ফিড সিস্টেমের সুবিধাগুলো কি কি?
  • ল্যাপের ঘনত্ব খুব ভাল হয়।
  • বিনিয়োগের ব্যয় এবং রক্ষণাবেক্ষণ ব্যয় কম হয়।
  • পুরো পদ্ধতি স্থাপনে তেমন কোনো ঝামেলা নেই।
  • ল্যাপ ফিড সিস্টেমের অসুবিধাগুলো কি?
  • পরিবহনের জন্য অতিরিক্ত শ্রমিক ও সময় বেশি লাগে।
  • ল্যাপ পরিবর্তনের সময় বেশি
  • ল্যাপগুলি ভারী হওয়ার কারণে টেকার-ইন এ আরও বেশি লোড হয়।
  • পরিমান ফাইবার নস্ট হয়।

চুট ফিড সিস্টেমের সুবিধাগুলো কি কি?
  • ফিড ওয়েবে ফাইবারের ওপেনিং এঙ্গেল অনেক বেশি হয়।
  • শ্রমিক ও সময় কম লাগে।

চুট ফিড সিস্টেমের অসুবিধাগুলো কি কি?
  • ওয়েবে কার্ডের ঘনত্ব, ল্যাপ ফিডের মতো ভাল নয়।
  • অটো-লেভেলার আবশ্যক, সুতরাং বিনিয়োগের জন্য রক্ষণাবেক্ষণের ব্যয় বেশি হয়।
  • স্থাপন করতে বেশি ব্যয় হয়।

কার্ডিং মেশিন এর ফর্মুলা কি?

  • Length of Sliver produced by a card = Length of lap fed × draft in card
  • Cleaning efficiency = {{Trash in lap (%) – Trash in sliver (%)} / Trash in lap (%)] x 100
  • Production of carding = Surface speed of doffer x {60 / (36 x 840 x Sliver hank)} x Efficiently % x Waste%

অতএব কার্ডিং মেশিন এর ইনপুট হল তুলা এবং আউটপুট হল স্লাইভার।

তাই বলা যায় কাডিং মেশিন স্পিনিং মিলে এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন