ব্লিচিং এর প্রয়োজনীয়তা?

ব্লিচিং মেশিন
ব্লিচিং মেশিন


ব্লিচিং কি?
ব্লিচিং হল এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার সাহায্যে টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক রং দূর করা। 

ব্লিচিং এর প্রয়োজনীয়তা?

ব্লিচিং এর প্রয়োজনীয়তা নিম্নরূপঃ
টেক্সটাইল ওয়েট প্রসেসিং শিল্প প্রতিষ্ঠানে ব্লিচিং এর প্রয়োজনীয়তা অপরিসীম। ডিসাইজিং ও স্কাওয়ারিং প্রসেস দ্বারা কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ ও প্রাকৃতিক তেল, চর্বি, মোম ইত্যাদিসহ অন্যান্য অপদ্রব্য দূর করে কাপড়ের শোষণ ক্ষমতা বৃদ্ধি করা।

ব্লিচিং কাপড়ের প্রাকৃতিক রং দুর করে কাপড়কে প্রকৃত এবং স্থায়ীভাবে ধবধবে সাদা করে, যারফলে কাপড়ের শোষণ ক্ষমতা অধিক বৃদ্ধি পায়। 

কাপড়ের শোষণ ক্ষমতা বৃদ্ধি না পেলে পরবর্তীতে ডাইং প্রিন্টিং ও ফিনিশিং প্রসেসে বিভিন্ন ধরনের ডাইস ও কেমিক্যাল সহজভাবে ফাইবারের মধ্যে প্রবেশ করতে পারত না।

ফলে এ প্রসেসগুলোতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতো, ডাইং কেমিক্যাল অপচয় হতো খরচ বৃদ্ধি পেতো। তাছাড়া গুণগত মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদন করা সম্ভব হতো না।

ফলশ্রুতিতে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানের টিকে থাকা কঠিন হয়ে পড়ত। যে সমস্ত পণ্যসামগ্রী ব্লিচ ফিনিশ প্রোডাক্ট হিসাবে বাজারজাত করা হবে সে সমস্ত ক্ষেত্রে ব্লিচিং ছাড়া এ ধরনের দ্রব্যসামগ্রী কল্পনাও করা যায় না।

সুতারাং পরিশেষে প্রতীয়মান হয় যে, সময় এবং অর্থের সাশ্রয়ের জন্য ও গুণগত মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদন নিশ্চিত করার জন্য ব্লিচিং প্রক্রিয়ার প্রয়োজনীয়তা অপরিসীম।
Next Post Previous Post