AQL কি | AQL কত প্রকার

AQL Chart
একিউএল চার্ট

AQL এর পূর্ণরুপ কি?
এ.কিউ.এল (AQL) এর পূর্ণরুপ হল Acceptable Quality Level (এক্সেপটেবল কোয়ালিটি লেভেল)

AQL এর অর্থ কি?
এ.কিউ.এল (AQL) এর অর্থ হল গ্রহণযোগ্য মানের স্তর"

AQL কি?
যে প্রক্রিয়ায় গ্রহণযোগ্য মানের স্তরকে বিবেচনা করা হয় তাই Acceptable Quality Level বা AQL.

AQL মিলিটারী স্ট্যান্ডার্ড ১০৫ ই" কি?

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে আমেরিকার সেনাবাহিনীরা একটি সংযুক্তিমূলক ধারণার উদ্ভব ঘটায়। যার মাধ্যমে উৎপাদিত পণ্যগুলো এলোমেলোভাবে সাজানো থাকে। আর পছন্দ করা নমুনার থেকে একটি ছোট অংশের অল্পসংখ্যক পরীক্ষা করতে হবে। 

ঐ উৎপাদিত পণ্যের অল্প সংখ্যক নমুনা পরীক্ষার ফলাফল অনুসারে অপরিক্ষীত সকল উৎপাদিত পণ্যের গ্রহণযোগ্যতা পাবে। একেই "মিলিটারী স্ট্যান্ডার্ড ১০৫ ই" বলে।

AQL পদ্ধতি কত প্রকার?
গার্মেন্টস উৎপাদন শিল্পে AQL এর পদ্ধতি ছয় ধরনের যেমনঃ
  • AQL-1.0%
  • AQL-1.5%
  • AQL-2.5%
  • AQL-4.0%
  • AQL-6.5%
  • AQL -10%

AQL এর ত্রুটি কত ধরনের?

পরিদর্শনের সময় পাওয়া AQL এর ত্রুটি প্রধানত ৪ ধরনের যেমনঃ
  • জটিলঃ ১০০% সঠিক হতে হবে। অথবা কোন পরিসীমা নেই।
  • মেজরঃ সাধারণত ২.৫%
  • ক্ষুদ্রঃ সাধারণত ৪%
  • সামান্যঃ সাধারণত ৬.৫%

AQL বা গ্রহণযোগ্য মানের স্তর বলতে সর্বাধিক ত্রুটিযুক্ত আইটেমগুলোকে বোঝায় যা নমুনা এবং পরিদর্শনয়ের সময় গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে। 

AQL গড় ত্রুটিযুক্ত আইটেমগুলোর একটি (%) সংখ্যাতে প্রকাশ করা হয় যেখানে গড় ত্রুটিপূর্ণ আইটেম পরিদর্শনকালে পাওয়া ত্রুটিযুক্ত আইটেমগুলোর মোট সংখ্যা এবং পরিদর্শিত আইটেমগুলোর মোট সংখ্যাগুলোর একাধিক ফলাফল।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন