সাওয়ারিং এর সুবিধা?
পাতলা হাইড্রোক্লোরিক এসিড বা পাতলা সালফিউরিক এসিড দিয়ে অ্যালকালি দ্বারা প্রসেস করে কাপড় হতে অ্যালকালি দূর করাই হল সাওয়ারিং।
সাওয়ারিং কেমিক্যাল ল্যাব |
সাওয়ারিং এর সুবিধাগুলো হলঃ
- পাতলা হাইড্রোক্লোরিক এসিড দ্বারা ও পাতলা সালফিউরিক এসিড দ্বারা সাওয়ারিং করা হয়।
- সহজ শর্তে সাওয়ারিং সম্পন্ন করা যায় যেমনঃ pH নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না।
- সামান্য পরিমাণ (১-২%) পাতলা হাইড্রোক্লোরিক এসিড বা পাতলা সালফিউরিক এসিড দ্বারা সাওয়ারিং করা হয়।
- সাওয়ারিং অল্প সময়ে করা যায়।
- সাওয়ারিংকৃত কাপড়ে পরবর্তী প্রসেসগুলোতে ভাল ফলাফল পাওয়া যায়। বিশেষ করে ডাইং ও প্রিন্টিং এ ভাল ফলাফল পাওয়া যায়।
- সাওয়ারিং করা হয় কক্ষ তাপমাত্রায়।
- কাপড়ের ওয়েট প্রসেসিং এর ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
- প্রতিযোগীতামূলক বাজারে কাপড়ের মান বৃদ্ধিতে সাওয়ারিং প্রসেস বিশেষ সহায়তা প্রদান করে।