কাপড়ের সংকোচন কি?

কাপড়ের সংকোচন
কাপড়ের সংকোচন টেস্ট স্যাম্পল

সংকোচন কি?
সাধারণত কাপড়কে পানি বা কোন তরল পদার্থে ভিজালে কাপড়ের আকার ও আকৃতির পরিবর্তন হয় অর্থাৎ কাপড়টি ছোট হয়ে যায় তাই সংকোচন।

সংকোচনের পরিমাপ?
কাপড়ের সংকোচন পরিক্ষা করা জন্য  ঠান্ডা পানিতে কাপড় ডুবিয়ে বিশেষ ওয়াশিং মেশিনের।

কাপড়ের সংকোচন পরিক্ষার পদ্ধতিগুলো কি কি?


(১)নমুনা প্রস্তুতকরণঃ যে কাপড়ের সংকোচন পরিক্ষা করবো তাকে ২৪ ঘন্টা ধরে কন্ডিশনিং করে নিতে হবে। তার পর অমোচনীয় কালি দ্বারা কাপড়ের টানা ও পড়েন উভয় দিকে ৩ জোড়া দাগ দিতে হবে। এরপর কাপড়টি একটি কাঁচের উপর রেখে তার উপর আর একটি কাঁচের প্লেট চাপ দিয়ে টানা ও পড়েন উভয় দিকের দুরুত্ব মাপা হয়।

(২)ধৌতকরণঃ নমুনা কাপড়টিকে ২ ঘন্টা ধরে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা হয়। তারপর সম্পুর্ণ কাপড় ডুবিয়ে থাকার জন্য তার উপর প্রয়োজনীয় ওজন পরিক্ষা করা হয়।

(৩)শুষ্ককরণঃ ধৌতকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর কাপড় থেকে অতিরিক্ত পানি দুর করে পরে কাপড়কে শুকানো হয়।

(৪)কন্ডিশনিং এবং পুনরায় মাপ নেওয়াঃ
নমুনা কাপড়টি শুকানোর পর ২৪ ঘন্টা ধরে কন্ডিশনিং করা হয়। তারপর পূর্বের মত কাপড়টি একটি কাঁচের উপর রেখে তার উপর আর একটি কাঁচের প্লেট চাপ দিয়ে টানা ও পড়েন উভয় দিকের দুরুত্বের মাপ নেয় হয়।
Next Post Previous Post