মেকানিকাল ইঞ্জিনিয়ারিং |
ইঞ্জিনিয়ার এর বাংলা অর্থ কি?
ইঞ্জিনিয়ার এর বাংলা অর্থ হল প্রকৌশলী।
ইঞ্জিনিয়ার কাকে বলে?
যে প্রকৌশল বিদ্যাতে পারদর্শী হয় তাকে মূলত প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বলে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কাকে বলে?
যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে।
বিএসসি ইন ইঞ্জিনিয়ার কাকে বলে?
যারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে তাদেরকে বিএসসি ইঞ্জিনিয়ার বলে।
ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য কি কি?
ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তুলনামূলকভাবে অনেক পার্থক্য আছে। যেমন বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী প্রদান করে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়। অপরদিকে বিভিন্ন ইনস্টিটিউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি প্রদান করে।ডিপ্লোমার ক্ষেত্রে তাদের ডিপার্টমেন্ট গুলোকে বিভিন্ন টেকনোলজিতে ভাগ করা হয় যেমনঃ ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, সিভিল টেকনোলজি, গার্মেন্টস টেকনোলজি, মেরিন টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, টেক্সটাইল টেকনোলজি ইত্যাদি। অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট গুলোকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইত্যাদি বলা হয়।
ডিপ্লোমা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস টা অনেক বড় এবং ব্যাপক। বিভিন্ন দেশ এবং কোর্স ভেদে ডিপ্লোমা ১,২,৩,৪ বছর মেয়াদী হয়ে থাকে।
যেমন বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে চার বছর মেয়াদি কোর্স করানে হয়। অপরদিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর হচ্ছে ৪ থেকে ৫ বছরের কোর্স।
বাংলাদেশে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ইংলিশ মাধ্যমে পড়ানো হয়। অপরদিকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় বাংলা মাধ্যমে।
মাধ্যমিক পাশ করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়া যায়। তবে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও ডিপ্লোমায় ভর্তি হওয়া যায়। সেক্ষেত্রে ২ বছরে ডিপ্লোমা কোর্সটি সম্পন্ন করতে পারবেন।
অপরদিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে আপনি বিজ্ঞান বিভাগে না পড়ে ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারেন।
কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে হলে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পড়ে আসতে হবে। তবে আপনি চাইলে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে বিএসসি পড়তে পারবেন।
পরিশেষে বলা যায় যে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বিএসসি ইঞ্জিনিয়ারের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।