টেমপ্লেট কি?

টেমপ্লেট
টেমপ্লেট

টেমপ্লেট কি?

টেমপ্লেট কে ডিজাইন তৈরির মূল উৎস বলা যেতে পারে। টেমপ্লেট দ্বারা অতি দ্রুত এবং কার্যকরী ডিজাইন তৈরি করা যায়।

টেমপ্লেট এর ব্যবহার কি কি?

প্লাস্টিক, ইস্পাত, কার্ডবোর্ড ইত্যাদি তৈরিতে টেমপ্লেট ব্যবহার করা হয়। এছাড়াও ড্রইং কাজে ব্যবহৃত বিভিন্ন প্রতীক বা চিহ্ন আড়াআড়ি আঁকার জন্য টেমপ্লেট ব্যবহার করা হয়।

বর্তমানে বিভিন্ন ধরনের টেমপ্লেট বাজারে পাওয়া যায় যেমনঃ

  • দরজা-জানালা
  • বৃত্ত, উপবৃত্ত, বহুভুজ
  • বৈদ্যুতিক সাজ সরঞ্জামের প্রতীক
  • বিভিন্ন ফন্টের লেটারিং ইত্যাদি।  

টেমপ্লেট উন্নয়ন কি?

সাধারণত ডিজাইন তৈরি করার ক্ষেত্রে টেমপ্লেটকে ছবির উপর রেখে দ্রুত ডিজাইন আঁকা যায়। অর্থাৎ যে প্রক্রিয়া অবলম্বন করে টেমপ্লেটকে ছবির উপর রেখে দ্রুত ডিজাইন অঙ্কন করা যায় তাকে টেমপ্লেট উন্নয়ন বলে।

টেমপ্লেট থেকে কীভাবে চিত্র আঁকা হয়?

টেমপ্লেট এর উপর থেকে চিত্র অঙ্কন করা খুব সহজ এবং কার্যকরী। প্রথমে নির্বাচিত ছবিটি টেমপ্লেটের উপর রেখে নিজস্ব চিন্তা-চেতনার বিকাশ ঘটিয়ে ছবিটিকে আরো সুন্দর ও অর্থবহুল করা যায়।

পরিশেষে বলা যায় টেমপ্লেট এর মাধ্যমে ছবিকে জীবন্ত করে তুলা সম্ভব।
Next Post Previous Post