ব্লো-রুম কি?

ব্লো-রুম মেশিন
ব্লো-রুম মেশিন

ব্লো-রুম কি?

ব্লো-রুম শব্দের অর্থ প্রবাহিত হওয়া বা প্রবাহ এবং রুম শব্দের অর্থ কক্ষ। আর আভিধানিক অর্থে ব্লো-রুম বলতে বাতাস প্রবাহের কক্ষকে বুঝায়।

ব্লো-রুমের কাজসমূহ?

তুলার মধ্যে বিভিন্ন রকম অপদ্রব্য থাকে। আর এ সমস্ত অপদ্রব্যের অধিকাংশ ব্লো-রুমে দুর করা হয়। 

সাধারণত ব্লো-রুমে এই চারটি কাজ সম্পূর্ণ করা হয়ঃ

  • গাঁইট খোলা 
  • আঁশ পরিষ্কার করা
  • আঁশ মিক্সিং এবং ব্লেন্ডিং করা
  • ল্যাপ তৈরি করা

গাঁইট খোলা

গাঁইটের মধ্যে শক্ত ও দৃঢ়ভাবে জড়িয়ে থাকা আঁশসমূহকে ছোট গুচ্ছে পরিণত করা।

আঁশ পরিষ্কার করা

তুলার মধ্যে থাকা সমস্ত ট্রাশ বা ময়লা দুর করা।


আঁশ মিক্সিং এবং ব্লেন্ডিং করা

ভাল মানের সুতা তৈরির জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন মানের বা বিভিন্ন গ্রেডের আঁশ ভাল ভাবে মিশ্রিত করা।

ল্যাপ তৈরি করা

পরবর্তী প্রক্রিয়ার উপযোগী সুষম ল্যাপ তৈরি করা।
Next Post Previous Post