প্রধান লেবেলের প্রয়োজনীয়তা কি?

প্রধান লেবেল
প্রধান লেবেল

প্রধান লেবেল কি?
প্রধান লেবেল বলতে কোম্পানি ও দেশের নামকে বুঝায়।

প্রধান লেবেলের প্রয়োজনীয়তা কি?
প্রধান লেবেলের প্রয়োজনীয়তাগুলো হলঃ
  • প্রধান লেবেলে কোম্পানি ও দেশের নাম সংযুক্ত থাকে।
  • প্রধান লেবেলের মাধ্যমে পোশাকটি কোন দেশের ও কোন কোম্পানির তৈরি তা সহজে জানা যায়। 
  • একটি ভাল মানের কোম্পানি সবসময় ভাল মানের পোশাক উৎপাদন করার চেষ্টা করে সেক্ষেত্রে প্রধান লেবেলের মাধ্যমে জানা যায় পোশাকটি কোন কোম্পানির তৈরি।
  • প্রধান লেবেলের মাধ্যমে পোশাক সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন