ওয়েট প্রসেস মানে কি?
ওয়েট অর্থ ভেজা বা সিক্ত আর প্রসেস অর্থ প্রক্রিয়া তাই ওয়েট প্রসেস বলতে ভেজা বা সিক্ত প্রক্রিয়াকে বুঝায়।ওয়েট প্রসেসিং কাকে বলে?
উইভিং থেকে প্রাপ্ত টেক্সটাইল দ্রব্যসামগ্রীর ওপর পানি ও বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে পর্যায়ক্রমিক প্রসেসের মাধ্যমে ফেব্রিক তৈরির উপযোগী মাধ্যমকে ওয়েট প্রসেসিং বলে।ওয়েট প্রসেসিং এ ব্যবহৃত পদ্ধতিগুলো কি কি?
ওয়েট প্রসেসিং এ ব্যবহৃত পদ্ধতি সমূহগুলো হলঃ- ডাইং
- প্রিন্টিং
- ফিনিশিং
- সিনজিং
- ডিসাইজিং
- ব্লিচিং
- স্কাওয়ারিং
- মার্সেরাইজিং ইত্যাদি।
ওয়েট প্রসেসিংকে কত ভাগে ভাগ করা হয়?
ওয়েট প্রসেসিংকে তিনটি ভাগে ভাগ করা হয়ঃ- প্রিট্রিটমেন্ট
- ডাইং অ্যান্ড প্রিন্টিং
- ফিনিশিং
প্রিট্রিটমেন্ট কি?
সাধারনত টেক্সটাইল শিল্পকারখানায় কাপড় সুতা অথবা ফাইবার প্রিন্টিং অথবা রং প্রয়োগের পূর্ব পর্যন্ত যে প্রস্তুতিমূলক প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাই প্রিট্রিটমেন্ট। নিম্নে কিছু প্রিট্রিটমেন্টের নাম দেওয়া হলোঃ- সিনজিং
- ডিসাইজিং
- ব্লিচিং
- স্কাওয়ারিং
- মার্সেরাইজিং ইত্যাদি।
ডাইং অ্যান্ড প্রিন্টিং কি?
যে প্রক্রিয়ার মাধ্যমে ফাইবার সুতা কাপড়কে পেনিট্রেশনের মাধ্যমে আপতিত আলো প্রতিফলনের মাধ্যমে রঙিন দেখায় তাকে ডাই বলে।আর কাপড়ের স্থান বিশেষে ডিজাইন অনুসারে রং করাই হলো প্রিন্টিং।
ফিনিশিং কি?
কাপড়কে ডাইং ও প্রিন্টিং করার পর ক্রেতার নিকট আর্কষণীয় করার জন্য যে প্রসেসের মাধ্যমে কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবহার উপযোগী করা হয় তাকে ফিনিশিং বলে।কাপড়ে কি ধরণের ফিনিশিং করা হয়?
কাপড়ে নিম্নোক্ত ফিনিশিং করা হয়ঃ- এমবোসিং
- ক্যালেন্ডারিং
- ওয়াটার প্রুফিং
- ফায়ার প্রুফিং
- স্টেনটারিং
- সানফোরাইজিং ইত্যাদি।